বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ অক্টোবর, ২০২১
মঙ্গলে সাতের দশক থেকে নাসা, ‘ইউরোপিয়ান স্পেস এজেন্সি (এসা)’-সহ বিভিন্ন দেশের মহাকাশ গবেষণা সংস্থা বহু ল্যান্ডার ও রোভার পাঠিয়েছে। তাদের কোনওটাটিতেই মাইক্রোফোন ছিল না। এ বার নাসার পাঠানো ৬ চাকার রোভার পারসিভের্যান্স-এ রয়েছে দু’টি মাইক্রোফোন। দু’টিই অত্যন্ত শক্তিশালী। একটি মাইক্রোফোন রয়েছে রোভারের মাস্তুলের একটি দিকে। অন্য মাইক্রোফোনটি রয়েছে রোভারের ‘চেসিস’-এ। একেবারে অন্দরে। গত ফেব্রুয়ারিতে পারসিভের্যান্স মঙ্গলের বুকে নামার পর থেকে অক্টোবরের ১০ তারিখ পর্যন্ত এই দু’টি মাইক্রোফোনে ধরা পড়েছে মঙ্গলের বাতাস আর বয়ে ধূলিঝড়ের শব্দ। শোনা যাচ্ছে শক্ত পাথরে রোভারের চাকা গড়িয়ে এগিয়ে চলার শব্দ।পাথরের উপরে লেজার রশ্মির আছড়ে পড়া শব্দের পার্থক্য শুনে বিজ্ঞানীরা বুঝতে পারেন, কোন ধরনের শিলা কী কী পদার্থ দিয়ে তৈরি তার কতটা কঠিন।
ভিডিয়ো সৌজন্যে- নাসা।