রোমের কলোসিয়ামের ওপর দিয়ে মহাকাশ স্টেশন প্রদক্ষিনের ছবি

রোমের কলোসিয়ামের ওপর দিয়ে মহাকাশ স্টেশন প্রদক্ষিনের ছবি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ জানুয়ারী, ২০২২

ইতালির রোমের কলোসিয়াম গুলি খুবই প্রাচীন ও ঐতিহ্যবাহী। এগুলি ওপেন এয়ার হয়। অর্থাৎ মাথার দিকটি খোলা। আকাশ দেখা যায়। তার সাথেই বোধহয় মিশে গেল আধুনিক মহাকাশবিজ্ঞান। রোমের এমনই এক কলোসিয়াম ফ্লাভিয়ান অ্যাম্পিথিয়েটারের খোলা ছাদে ধরা ৪০০ কিমি ওপর দিয়ে প্রদক্ষিন করা পৃথিবীর মহাকাশ স্টেশন। গত ৬ ও ৭ ডিসেম্বর চমকপ্রদ এই ছবিটি তুলেছে এবং মহাকাশ স্টেশন প্রদক্ষিনের ভিডিও করেছে যৌথ ভাবে রোমের জাদুঘর ‘পার্কো আর্কিওলজিকো দেল কলোসিয়ো’ এবং ‘ভার্চুয়াল টেলিস্কোপ প্রোজেক্ট’। মহাকাশ স্টেশন প্রদক্ষিণের এই ছবি তোলার মূল দায়িত্বে ছিলেন ইতালির বিখ্যাত জ্যতিপদার্থবিজ্ঞানী গিয়ানলুকা মাসি। মাসি জানিয়েছেন, “আমরা ইতিহাসে সুপ্রাচীন ঐতিহ্যের সাথে সভ্যতার আধুনিকায়নের মেল বন্ধন ঘটাতে চেয়েছি। তাই বেছে নেওয়া হয়েছিল রোমের মতো সুপ্রাচীন এক শহর আর তার প্রাচীন কলোসিয়াম ফ্লাভিয়ান অ্যাম্পিথিয়েটার। কলোসিয়ামের ওপর দিয়ে যাওয়ার সময় মহাকাশ স্টেশনের যাত্রাপথ আগাগোড়াই তোলা হয়েছে ভিডিও ক্যামেরায়”।