লিথিয়ামের দুনিয়ায় সাবালক ভারত

লিথিয়ামের দুনিয়ায় সাবালক ভারত

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ১৫ ফেব্রুয়ারী, ২০২৩

বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলার সালাল-হায়মানা এলাকায় ৫.৯ মিলিয়ন টন লিথিয়াম সঞ্চিত রয়েছে। বর্তমানে দক্ষিণ আমেরিকার চিলিতে রয়েছে পৃথিবীর সবথেকে বেশি লিথিয়াম। ৯.২ মিলিয়ন টন লিথিয়াম সঞ্চিত রয়েছে দক্ষিণ আমেরিকার ওই প্রান্তে। আর্জেন্টিনায় ২.২ মিলিয়ন টন এবং চিনে ১.৫ মিলিয়ন টন লিথিয়াম রয়েছে।

জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার এই আবিষ্কারে বিশ্বের বাজারেও অনেকটা এগিয়ে থাকবে ভারত। বিশ্ব জুড়েই ইলেকট্রিক ভেহিক্যালের চাহিদা বাড়ছে। ২০২৫ সালের মধ্যে সেই চাহিদা তিন গুণ হবে বলে আশা বিশেষজ্ঞদের। ২০৩০ সালে সেই চাহিদা ২ মিলিয়ন টন পেরিয়ে যাবে। ভারতেও ইলেকট্রিক ভেহিক্যালের চাহিদা বাড়ছে। ইলেকট্রিক ভেহিক্যালের যন্ত্রাংশ প্রস্তুতকারক গুরুগ্রামের এক সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অক্ষয় কাশ্যপ এ ব্যাপারে বলেছেন, “জম্মু ও কাশ্মীরে লিথিয়ামের যে খনি জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া আবিষ্কার করেছে তা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে আগামী দিনে। ইলেকট্রিক ভেহিক্যালের ব্যাটারির অন্যতম মুখ্য উপাদান লিথিয়াম।”
বিদেশ থেকে লিথিয়াম আমদানি করতে যা খরচ হয়, দেশে উৎপাদিত হলে তা অনেক কম খরচে পাওয়া যাবে। এর জেরে লিথিয়াম ব্যাটারি তৈরি হবে কম খরচে। যার জেরে ইলেকট্রিক ভেহিক্যালের দামও কমতে পারে। লিথিয়াম ব্যাটারি প্রস্তুরকারক এক সংস্থার ফাউন্ডার ও সিইও সিদ্ধার্থ কাবরা এ ব্যাপারে বলেছেন, ভারতের ইলেকট্রিক ভেহিক্যাল তৈরির লক্ষ্য পূরণে বিদেশের নির্ভরতা কমবে। আত্মনির্ভরতার পথে এ হাঁটতে এই আবিষ্কারের অন্য মাত্রা রয়েছে।