শিকার থেকে কৃষিতে উত্তরণ

শিকার থেকে কৃষিতে উত্তরণ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১০ এপ্রিল, ২০২৫

আমাদের আদিপুরুষরা শিকারি-সংগ্রাহক থেকে কিভাবে কৃষি সমাজে রূপান্তরিত হল, গবেষকরা গাণিতিক মডেল ব্যবহার করে, তার এক নতুন দিক তুলে ধরেছেন। এক্ষেত্রে পরিবেশগত বাহ্যিক কারণ তো ছিলই। পাশাপাশি, জনসংখ্যা বিজ্ঞান এবং মানব মিথস্ক্রিয়ার উল্লেখযোগ্য প্রভাব ও ধরা পড়েছে। মডেলটি, জনসংখ্যা পরিবর্তনের ভিত্তিতে সামাজিক ফলাফলগুলি চিহ্নিত করেছে। অভিবাসন, কৃষ্টি গত আত্মীকরণ ও মৃত্যুহারের মতন কিছু উপাদানের খুবই ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল বলে তাঁরা মনে করেন। তাদের উদ্দেশ্য, মডেলটি আরও উন্নত হয়ে ‘ইতিহাসে জনসংখ্যার মিথস্ক্রিয়া অধ্যয়নের জন্য একটি ‘মানক উপকরণ’ হিসাবে কাজ করুক। শিকারভিত্তিক সমাজ থেকে কৃষিভিত্তিক সমাজে পরিবর্তন মানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই পরিবর্তনটি দুই উপায়ে ঘটে থাকতে পারে। গোষ্ঠীগুলি হয়ত স্বাধীনভাবে কৃষির বিকাশ ঘটিয়েছিল, কিংবা বা এই প্রাথমিক কৃষক গোষ্ঠীগুলি শিকারি-সংগ্রাহকদের সাথে মিথস্ক্রিয়া ঘটাতে শুরু করেছিল। গবেষক আলফ্রেডো কর্টেল-নিকোলাও বলেন, “গবেষণায়, আমরা যুক্তি দিয়েছি, মানুষ এই প্রক্রিয়ায় কেবল নিষ্ক্রিয় অংশগ্রহণকারী ছিল না; তারা এই রূপান্তরে একটি সক্রিয় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল”। মডেলটি থেকে দেখা যায়, মিথস্ক্রিয়াটা কিছুটা এরকম – এক্ষেত্রে কৃষকদের ‘শিকারি’ ভাবা হলে, শিকারি-সংগ্রাহকরা হল ‘শিকার’। গোষ্ঠী অভিবাসন এবং কৃষ্টি গত আত্মীকরণের মধ্যে দিয়ে তারা কৃষকদের হাত ধরে শিকারি-সংগ্রাহক থেকে ‘কৃষক’ হয়েছে।
গবেষকরা রেডিওকার্বন ডেটিংকে মডেলের ভিত্তি হিসেবে ব্যবহার করেছেন। এই তারিখগুলো জনসংখ্যার প্রতিনিধিত্ব করে – যত বেশি তারিখ, তত বেশি জনসংখ্যা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সহ-লেখক এনরিকো ক্রেমা বলেন, “আমরা আমাদের মডেলকে বর্তমান প্রত্নতাত্ত্বিক রেকর্ডের সঙ্গে সম্পর্কিত করতে পারছি”। মডেলটি, কৃষি অর্থনীতির বিস্তার ও শিকারি-সংগ্রাহক জীবনধারার স্থায়িত্ব বুঝতে সাহায্য করেছে। গবেষকরা পূর্ব আইবেরিয়া, কিউশু দ্বীপ ও স্ক্যান্ডিনেভিয়ায় এই মডেলটি প্রয়োগ করেছেন। এইসব অঞ্চলে বিভিন্ন জনসংখ্যার বৃদ্ধি ও প্রতিযোগিতার কারণে কৃষির বিকাশ কিভাবে হয়েছে তা বোঝা গেছে। গবেষণাটি প্রাগৈতিহাসিক সমাজের বিভিন্ন দিক সম্পর্কে মূল্যবান তথ্য তুলে ধরেছে। বাথ বিশ্ববিদ্যালয়ের সহ-লেখক জাভিয়ার রিভাস বলেন, “এটি জনসংখ্যা বৃদ্ধির প্রভাব নির্ধারণে সাহায্য করবে”। গবেষকরা আগামীতে আরও জটিল এবং বৃহত্তর অঞ্চলে মডেলটি প্রয়োগ করার পরিকল্পনা করছেন। তারা আশা করেন, এই পদ্ধতি অতীত জনসংখ্যার মিথস্ক্রিয়া অধ্যয়নের জন্য একটি মানক উপকরণ হবে। তা কৃষিতে রূপান্তরের বাইরে অনেক প্রাগৈতিহাসিক রূপান্তরের ব্যাপারে কালোচিত অন্তর্দৃষ্টি প্রদান করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − nineteen =