শিশুর গর্ভে শিশু : অবাক কাণ্ড বিহারে

শিশুর গর্ভে শিশু : অবাক কাণ্ড বিহারে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ জুন, ২০২২

৪০ দিনের শিশির পেটে ভ্রুণ আর এক শিশুর। সম্প্রতি বিহারের মসিহারি অঞ্চলের রহমানিয়া মেডিকেল সেন্টারে এমনই কদ্ভুত ঘটনা সামনে এসেছে। শিশুটিকে চিকিৎসার জন্যেই মূলত মেডিকেল সেন্টারে আনা হয়। শিশুর শ্রোণির কাছের জায়গাটি ফুলে থাকায় প্রস্রাবের সমস্যা হচ্ছিলো। সমস্যা বুঝতে পরীক্ষা করে চক্ষু চড়কগাছ হয়ে যায় চিকিৎসকদের। পরীক্ষায় দেখা যায় শিশুটি মায়ের পেটে থাকাকালীন তার পেটের মধ্যেই জন্ম হয়েছে আর এক ভ্রুণের। এটি আসলে এক ধরনের রোগ। ডাক্তারি পরিভাষায় যার নাম ‘ফিটাস ইন ফেটু’। রহমানিয়া মেডিকেল সেন্টারের ডাক্তার ওমর তাবরেজ জানানএই ধরনের পরিস্থিতি খুবই বিরল। ১০ লক্ষের মধ্যে ৫ জনের ক্ষেত্রে এরকম দেখা যেতে পারে।