শুকিয়ে যাচ্ছে ঝর্না, বন্ধ হয়ে যাবে চাষবাস

শুকিয়ে যাচ্ছে ঝর্না, বন্ধ হয়ে যাবে চাষবাস

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ মার্চ, ২০২২

পার্বত্য ঝর্নাগুলো শুকিয়ে যাচ্ছে বিশ্ব উষ্ণায়নের ধাক্কায়। যার প্রভাব পড়ছে বিশ্বের নদীমাতৃক অঞ্চল জুড়ে। আইপিসিসি-র রিপোর্টে জানা গিয়েছে এই তথ্য। আইপিসিসি-র রিপোর্ট জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব এশিয়া, বিশেষত ভারতে কৃষিকাজের ওপর প্রবলভাবে প্রভাব পড়বে। আর পৃথিবীর গড় তাপমাত্রা যদি আগামী ২৫ বছরে ১.৫ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি হয়ে যায় তাহলে চাষবাস ও কৃষিকাজে অদূর ভবিষ্যতে নেমে আসবে প্রবল হাহাকার। ইন্টারন্যাশনাল ওয়াটার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের একজন গবেষক, অদিতি মুখোপাধ্যায় আইপিসিসি-র রিপোর্ট সম্পর্কে ব্যাখ্যা করেছেন যে, পৃথিবীর গড় তাপমাত্রা প্রবলভাবে বেড়ে যাওয়ায় নদীগুলোর স্রোত, পার্বত্য অঞ্চলের ঝর্নাগুলোর স্রোত ক্রমশ কমে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। একইসঙ্গে, গ্লেসিয়ারের বরফ গলে সমুদ্রের জলস্তরের যে বৃদ্ধি হচ্ছে তাতে ভারতে সমুদ্র ও নদীগুলোর উপকূলবর্তী অঞ্চল জুড়ে যে বিশাল চাষের জমি সেখানে ভারসাম্য রাখার মত জল পাওয়া যাচ্ছে না। কোথাও কৃষিভূমি ডুবে যাচ্ছে, কোথাও পর্যাপ্ত পরিমাণে জলের অভাবে চাষবাস বন্ধ করে দিতে হছে।