শুক্র গ্রহের নতুন রূপের সন্ধান

শুক্র গ্রহের নতুন রূপের সন্ধান

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ মার্চ, ২০২২

পার্কার সোলার প্রোবকে আমরা সাম্প্রতিক সময়ে জেনেছি সূর্যের একেবারে কাছাকাছি সূর্যের বায়ুমন্ডলকে স্পর্শ করে প্রদক্ষিণ করার জন্যে। কিন্তু কেবল সূর্য সম্পর্কেই অনুসন্ধান করা পার্কার সোলার প্রোবের কাজ নয়। এবার পার্কার সোলার প্রোব শুক্র গ্রহের নতুন রূপের ছবি পাঠিয়েছে। পার্কার সোলার প্রোব দৃশ্যমান আলোতে শুক্রের পৃষ্ঠের প্রথম ছবিগুলি প্রকাশ্যে এনেছে। ঘন বায়বীয় মেঘের কারণে সাধারণত আড়াল হয়ে যায় শুক্র গ্রহ। সেই সময় প্রোব তার ওয়াইড ফিল্ড ইমেজার ব্যবহার করে, দৃশ্যমান বর্নালী তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে যে ধরণের আলো, মানুষ দেখতে পারে তা-ই তুলতে সক্ষম হয়েছে। জিওলজিকাল রিসার্চ লেটারস জার্নালে এ সম্পর্কিত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। ছবি গুলিতে শুক্র পৃষ্ঠের ক্ষীন আভা দেখা যাচ্ছে। যা থেকে সমভূমি, মালভূমি ইত্যাদি স্বতন্ত্র অঞ্চল গুলি চিহ্নিত করতে পারে। বায়ুমন্ডলে অক্সিজেনের আলোকিত ভাণ্ডারও শুক্র গ্রহকে ঘিরে থাকতে দেখা গেছে। নাসার হেলিওফিজিক্স ডিভিশানের ডিভিশান ডিরেক্টর নিকোলা ফক্স বলেছেন, পার্কার আমাদের প্রত্যাশাকে ছাপিয়ে যাচ্ছে দিনের পর দিন। পার্কার সোলার প্রোবের কর্মকাণ্ড শুক্রগ্রহের গবেষণাকে অপ্রত্যাশিত স্থানে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আগামীদিনে- আশাবাদী নিকোলা ফক্স ও অন্যান্যরা।