শুধু মহাকাশচারীদের জন্য

শুধু মহাকাশচারীদের জন্য

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৮ ডিসেম্বর, ২০২১

মহাকাশে বসবাস করার সময় মহাকাশচারীদের দেখার সমস্যা হয়। সেই সমস্যা মেটাতে বিজ্ঞানীরা একটি উচ্চ প্রযুক্তির স্লিপিং ব্যাগ তৈরি করেছেন। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি তরলকে জমে যাওয়া থেকে বিরত রাখে, যা হওয়া উচিত নয়। তবে স্থানের শূন্যতায় অর্ধেক গ্যালনের বেশি শরীরের তরল মাথার মধ্যে জমা হতে পারে যা চোখের মণি দুটি চেপে ধরে। ফলে মহাকাশে ঘুমানো খুবই কষ্টকর হয়ে যায়।
এই ধরনের অবস্থাকে বলা হয় স্পেস অ্যাসোসিয়েটেড নিউরো ওকুলার সিনড্রোম (SANS)। এর পিছনে কাজ করে একাধিক বিষয় – মাথার চাপ বৃদ্ধি, সেই সঙ্গে রক্তনালীর অতিরিক্ত ভরাট অবস্থা, প্রদাহ, কার্বন ডাই অক্সাইডের উচ্চ মাত্রা, র‌্যাডিয়েশন, জেনেটিক্স এবং ভিটামিন বি-এর পরিমাণ। টেক্সাস সাউধওয়েস্টার্ন মেডিক্যাল সেন্টারের ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্টের প্রফেসর বেঞ্জামিন লেভাইন এই বিষয়ে সংবাদমাধ্যম বিবিসির কাছে দাবি করেছেন, অভিকর্ষ যেখানে এক তার থেকে শূন্য অভিকর্ষের চাপ কম হয়। কিন্তু আপনি যখন দাঁড়াচ্ছেন তখন আবার এতটা কম হয় না। শরীরের তরল শুষে নিতে পারে এমন একটি স্লিপিং ব্যাগ রেখে আসা হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে। একটি গবেষণা দল তা নিয়ে দীর্ঘ দিন ধরে কাজ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 4 =