শেষ হল ভারতের প্রথম মঙ্গল অভিযান

শেষ হল ভারতের প্রথম মঙ্গল অভিযান

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৫ অক্টোবর, ২০২২

২ অক্টোবর, গত রবিবার শেষ হল মঙ্গল গ্রহে ভারতের প্রথম অভিযান। মার্স অরবিটার মিশন মঙ্গলযানের প্রপেলান্ট বা জ্বালানি ফুরিয়ে গিয়েছে।
যাত্রা শুরু করার প্রায় এক দশক পর থামল ভারতের প্রথম মঙ্গলগ্রহ অভিযান। মঙ্গলযানের ব্যাটারিকে আর ব্যবহার করা তোলা যাচ্ছে না। তাই মনে করা হচ্ছে সেটার মেয়াদ ফুরিয়েছে। এ বিষয়ে যদিও ইসরোর পক্ষ থেকে এখনও অবধি আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। কাজেই, মঙ্গলকে প্রদক্ষিণকারী মহাকাশযান ফের বাঁচিয়ে তোলা যাবে কি না, সেই বিষয়ে জল্পনা থেকেই যাচ্ছে।
কিন্তু কেন বন্ধ হল মঙ্গলযান? বেশ কিছুদিন ধরেই একটার পর একটা গ্রহণ। সাত থেকে সাড়ে সাত ঘণ্টা ধরে চলেছে একেকটা। মঙ্গলযানের ব্যাটারি এমনভাবে নকশা করা হয়েছিল, যাতে এক ঘন্টা চল্লিশ মিনিট পর্যন্ত চলা গ্রহণের ঠ্যালা সেটা সইতে পারে। সেই নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়াতে ব্যাটারির সব শক্তি ফুরিয়ে গিয়েছে।
যদিও মঙ্গলের কক্ষপথে মাত্র ছ’মাস চলার জন্য তৈরি করা হয়েছিল যানটাকে। সেই জায়গায় আট বছরেরও বেশি সময় ধরে একটানা কাজ করে গিয়েছে মঙ্গলযান। ২০১৩ সালে পিএসএলভি-সি২৫ রকেটের মাধ্যমে মঙ্গলের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল এটাকে।
আগামী কয়েক বছরের মধ্যেই মঙ্গল গ্রহে নতুন এক অভিযানের পরিকল্পনা রয়েছে ভারতের। ২০২১ সালে ইসরোর প্রাক্তন প্রধান কে সিভান জানিয়েছিলেন, চন্দ্রযান-৩ অভিযান শেষ হলেই মঙ্গলযান-২ প্রকল্প শুরু হবে।