শৌচাগার বিগড়ে বিপাকে মহাকাশচারীরা

শৌচাগার বিগড়ে বিপাকে মহাকাশচারীরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৬ নভেম্বর, ২০২১

হঠাৎ করেই বিভ্রাট। বিগড়ে গিয়েছে বায়োটয়লেট। আর ঘটনাটা ঘটেছে মহাকাশে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের। আর সেই বিভ্রাটে মহা সমস্যায় ওই স্টেশনের চার মহাকাশচারী। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির আকিহিকো হোশিদে (বাঁ দিক থেকে), নাসার শেন কিমব্রো ও মেগান ম্যাকআর্থার এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির থমাস পেসকাট।
সেই চার মহাকাশচারী। জাপান অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সির আকিহিকো হোশিদে (বাঁ দিক থেকে), নাসার শেন কিমব্রো ও মেগান ম্যাকআর্থার এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সির থমাস পেসকাট। এখন উপায়? ২০ ঘণ্টা ধরে ডায়াপার পরে আছেন তাঁরা। থাকতে হচ্ছে নাসার তরফে ভারতীয় সময় শনিবার ভোরে এই খবর দেওয়া হয়েছে। নাসা সূত্রের খবর, পৃথিবীর ৪০০ কিলোমিটার উপরে এখন পাক খাচ্ছে ওই মহাকাশ স্টেশন। এই চার মহাকাশচারীই ছয় মাস ধরে ছিলেন মহাকাশে। ভরশূন্য অবস্থায় বিভিন্ন গবেষণা চালানোর জন্য। তাঁদের এ বার পৃথিবীতে ফিরে আসার কথা। এলন মাস্কের সংস্থা স্পেস এক্স-এর ক্রু-২ মিশন রকেটে চাপিয়ে ওই চার মহাকাশচারীকে পৃথিবীতে ফিরিয়ে আনার কথা। কিন্তু আবহাওয়া অত্যন্ত খারাপ থাকায় ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে কিছুতেই উৎক্ষেপণ করা সম্ভব হচ্ছে না স্পেস এক্স-এর রকেট। ফলে, ডায়াপার পরে পৃথিবীতে ফিরে আসার জন্য অপেক্ষা করতে হচ্ছে মহাকাশ স্টেশনে থাকা চার মহাকাশচারীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − seventeen =