সংকটে গঙ্গা, সিন্ধু, ২০৫০-এর পর জলাভাব!

সংকটে গঙ্গা, সিন্ধু, ২০৫০-এর পর জলাভাব!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩ মার্চ, ২০২২

জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আইপিসিসি-র সাম্প্রতিকতম প্রতিবেদনে জানা গিয়েছে ২০৫০ এবং তার পর থেকে তীব্র জলসংকটে পড়বে গঙ্গা, সিন্ধু ও আমুদরিয়া উপত্যকা। এই চরম প্রাকৃতিক অবস্থার জন্য গৃহহীন হতে পারেন কোটি কোটি ভারতীয় নাগরিক।
পরিসংখ্যান অনুযায়ী ভারতের শহরাঞ্চলে বাস করেন ৪৮ কোটির বেশি মানুষ। শহরের ধারণ ক্ষমতার তুলনায় যা অনেক বেশি। ঘিঞ্জি বাসস্থান ও অন্যান্য কার্যকলাপের জন্য ক্রমাগত বাড়ছে কার্বন ফুটপ্রিন্ট। যা দূষিত করছে আঞ্চলিক জলবায়ুকেও। যে কারণে সিন্ধু ও গাঙ্গেয় উপত্যকায় ক্রমশ উষ্ণতাও বাড়ছে। জলবায়ু পরিবর্তন কী ব্যাপকভাবে হচ্ছে সেটা বোঝার জন্য ব্যবহৃত হয় ওয়েট-বাল্ব তাপমাত্রা পরিমাপক। তাপমাত্রা বৃদ্ধির ফলে নদী এবং অন্যান্য জলাধারের বাষ্পীভবনের হার নির্ণয় করা হয় এই পদ্ধতিতে। জানা গিয়েছে বর্তমানে ভারতে ওয়েট-বাল্ব তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস। বিশ্বের এবং ইউরোপের শিল্পনির্ভর দেশগুলোতেও এই তাপমাত্রা ২৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াস।