পৃথিবীর সবচেয়ে মূল্যবান বিষ। প্রতি লিটারের দাম ৭৫ কোটি টাকা। কিউবার নীল কাঁকাড়াবিছে থেকে সংগ্রহ করা হয় এই বিষ। গাঢ় নীল রঙের সেই কাঁকাড়াবিছে দেখতেও ভয়ঙ্কর সুন্দর। কিন্তু কেন এত বিপুল দাম এর বিষের?
কিউবায় ক্যান্সারের চিকিৎসার জন্যে ভিডাটক্স নামের একটি ওষুধ ব্যবহার করা হয়। যে ওষুধ বানাতে ব্যবহার করা হয় নীল কাঁকাড়াবিছের বিষ। বিজ্ঞানীরা দেখেছেন এই বিষে প্রায় ৫০ রকমের যৌগ রয়েছে। এদের মধ্যে খুব কমই এখনো পর্যন্ত চিহ্নিত করা সম্ভব হয়েছে। বিষের গুনাগুন প্রকাশ্যে আসতেই চাহিদা বেড়েছে প্রবল। কিউবায় নিরন্তর গবেষণা চলছে বিষে প্রাপ্ত যৌগগুলি দিয়ে আর কোনও দূরারোগ্য রোগের ওষুধ বানানো যায় কি না?
ফ্রেড হাচিনসন ক্যান্সার রিসার্চ সেন্টারের দাবি অঙ্গ প্রতিস্থাপনের চিকিৎসায় এই বিষ কাজে লাগতে পারে। এছাড়াও ইজরায়েলের তেল অলিভ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল গুরেভিজের ধারণা, নীল কাঁকড়াবিছের বিষে এমন কোনো আছে যা প্রাণঘাতী রোগের চিকিৎসায় লাগতে পারে।