সবচেয়ে দূরের ছায়াপথের সন্ধান পাওয়া গেল

সবচেয়ে দূরের ছায়াপথের সন্ধান পাওয়া গেল

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ এপ্রিল, ২০২২

কয়েক সপ্তাহ আগে হাবল টেলিস্কোপের সহায়তায় সবচেয়ে দূরের নক্ষত্রের সন্ধান পেয়েছিলেন জ্যোর্তিবিজ্ঞানীরা। এবার সবচেয়ে দূরের ছায়াপথের সন্ধান পেলেন জ্যোর্তিবিজ্ঞানীরা। তাদের অনুমান পৃথিবী থেকে এই ছায়াপথের দূরত্ব ১৩.৫ বিলিয়ন আলোকবর্ষ। বিজ্ঞানীরা জানিয়েছেন এই ছায়াপথের নাম এইচডি-১। এতদিন পর্যন্ত যে ছায়াপথকে সবচেয়ে দূরের বলতেন জ্যোর্তিবিজ্ঞানীরা তার নাম ছিল জি এন-জেড ১১। তার চেয়েও ১০০ আলোকবর্ষ দূরে রয়েছে সদ্য আবিষ্কৃত এই গ্যালাক্সি বা ছায়াপথ। এই ছায়াপথও অতিবেগুনী রশ্মিতে উজ্জ্বল হয়ে আছে। জ্যোর্তিবিজ্ঞানীদের তাই অনুমান, ছায়াপথটি সক্রিয় আছে। জ্যোর্তিবিজ্ঞানীদের আরও অনুমান, ছায়াপথ সেই গোত্রের ছায়াপথ যেখান থেকে ঘনঘন নক্ষত্রের উৎপত্তি হতে পারে। ইতিমধ্যে পরীক্ষায় জ্যোতির্বিজ্ঞানীরা দেখেছেন, এই গ্যালাক্সি বছরে একশোর বেশি নক্ষত্র উৎপন্ন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 6 =