সবচেয়ে বেশিদিন মহাকাশ স্টেশনে থাকার রেকর্ড

সবচেয়ে বেশিদিন মহাকাশ স্টেশনে থাকার রেকর্ড

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩১ মার্চ, ২০২২

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের এক মহাকাশচারী এবার রেকর্ড করে ফিরতে চলেছেন পৃথিবীর মাটিতে। মহাকাশচারীর নাম মার্ক ভ্যাণ্ডে হেই। আগামী ৩০শে মার্চ ভ্যাণ্ডে হেই ফিরবেন পৃথিবীতে। হেইয়ের পৃথিবীতে ফেরা লাইভ দেখা যাবে বলেও জানিয়েছে নাসা। লাইভ দেখা যাবে রাশিয়ার মহাকাসগণ গবেষণা সংস্থা রসকসমস। ৩০ শে মার্চ বিকেল ৩ টে ৪৫ মিনিট থেকে লাইভ দেখা যাবে বলে জানিয়েছে নাসা। মোটামুটি ৪টে ২৫ থেকে ৪টে ৩০ মিনিটের মধ্যে মহাকাশচারীরা নামবেন কাজাখিস্তানের মরু অঞ্চলে। এর মধ্যে ভ্যান্ডে হেইক ছাড়াও তাঁর সাথে নামবেন আরো দুজন রুশ কসমোনট। উল্লেখ্য সয়ুজ মডিউলে ফিরবেন সংশ্লিষ্ট কসমোনটরা। এর আগে নাসার একক মহাকাশচারী হিসেবে এক কসমোনটের মহাকাশ স্টেশনে ৩৪০ দিন থাকার রেকর্ড রয়েছে। এবার নাসার ৫৪ বছর বয়সী কসমোনট ভ্যাণ্ডে হেই ৩৫৫ দিন কাটালেন মহাকাশ স্টেশনে। তাছাড়াও এর আগে একবার ভ্যাণ্ডে হেই কাটিয়ে এসেছেন মহাকাশ স্টেশনে। এবং দুবার মিলিয়ে মোট ৫২৭ দিন মহাকাশ স্টেশনে কাটিয়েছেন ভ্যান্ডে হেই। এতদিন মহাকাশ স্টেশনে থাকার রেকর্ড আর কারো নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =