সবচেয়ে বড় মাস্ক

সবচেয়ে বড় মাস্ক

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ এপ্রিল, ২০২২

গত দুবছরে মূলত মাস্কই অনেকাংশে রুখেছে করোনাকে। এখন মাস্কের ব্যাবহারও অত্যন্ত শিথিল হয়ে পড়েছে। কিন্তু এরই মাঝে মাস্কে অনীহা আসা মানুষজনের সচেতনতা বাড়াতে তাইওয়ানের একটি প্রতিষ্ঠান বানিয়েছে বৃহদাকার একটি মাস্ক। তাইওয়ানের চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারী প্রতিষ্ঠান মটেক্স হেলথকেয়ার কর্পোরেশন মাস্কটি বানিয়েছে। বিশ্বের সবচেয়ে বড় সার্জিক্যাল মাস্কের রেকর্ড গড়েছে এটি। মাস্কটির দৈর্ঘ্য ২৭ ফুট ৩ ইঞ্চি, প্রস্থ ১৫ ফুট ৯ ইঞ্চি। সাধারণ সার্জিক্যাল মাস্কের তুলনায় মটেক্স হেলথকেয়ারের ঐ মাস্ক প্রায় ৫০ গুন বড়। মটেক্স মাস্ক ক্রিয়েটিভ হাউস নামের কারখানায় ওটি রাখা হয়েছে প্রদর্শনীর জন্যে। প্রতিষ্ঠানটি করোনা অতিমারির শুরুর দিকেই এই ধরণের একটি মাস্ক বানানোর পরিকল্পনা করেছিল। কিন্তু সংক্রমণ বেড়ে যাওয়ায় তা সম্ভব হয়নি তখন আর। শেষ পর্যন্ত ২০২২ সালের মার্চে এসে পরিকল্পনাটি সফল হলো। অতিমারি কালে মাস্ক ব্যবহারে অনীহাকারীদের সচেতনতা বাড়াতেই মূলত এরকম পরিকল্পনা – জানিয়েছে সংস্থাটি।