সবচেয়ে বড়ো জীবন্ত আগ্নেয়গিরি জেগে উঠেছে, ৩৮ বছর পর

সবচেয়ে বড়ো জীবন্ত আগ্নেয়গিরি জেগে উঠেছে, ৩৮ বছর পর

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ৩০ নভেম্বর, ২০২২

হাওয়াই দ্বীপের মাউনা লোয়া – পৃথিবীর বৃহত্তম সক্রিয় আগ্নেয়গিরি। আকাশ লাল করে অগ্ন্যুৎপাত আরম্ভ হয়েছে। কয়েক দশকের পর এই প্রথমবারের জন্যে।
গত রবিবার, স্থানীয় সময় রাত ১১.৩০-এ মাউনা লোয়ার সামিট ক্যাল্ডেরা নামক অংশে অগ্ন্যুৎপাত শুরু হয়। ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে বিবৃতিতে তেমনটাই জানিয়েছে। সোমবার সকাল ৭.২০-তে আরেকটা আপডেট আসে। উত্তরপূর্ব দিকের রিফট জোন থেকেও লাভা নির্গমন শুরু হয়েছে। পার্বত্য উপত্যকায় লোকালয়ে লাভা স্রোতের ভয় নেই। আপাতত যা লক্ষণ, তাতে অগ্ন্যুৎপাত সীমাবদ্ধ থাকবে কেবলমাত্র নর্থইস্ট রিফট জোনেই।
বাতাসের অভিমুখ এমন দিকে যে আগ্নেয় ছাই, গ্যাস আর বিগলিত কাচ অন্যদিকে প্রবাহিত হবে, মানুষের বসতির দিকে নয়। হাওয়াই দ্বীপের এমারজেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি আর টুরিজম অথোরিটি মিলিতভাবে জানিয়েছে জনবহুল জায়গায় আপাতত কোনও বিপদের সম্ভাবনা নেই।
ন্যাশানাল ওয়েদার সার্ভিসের হনুলুলু শাখা জানিয়েছে, ছাইবৃষ্টির সম্ভাবনা আছে। হাফ ইঞ্চির কম পুরু ভস্মে ঢেকে যেতে পারে দ্বীপের কোনও কোনও অংশ।