সবুজ বিমানবন্দর ও হাইড্রোজেন-চালিত বিমান সম্ভব?

সবুজ বিমানবন্দর ও হাইড্রোজেন-চালিত বিমান সম্ভব?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৪ মে, ২০২২

বিমান চলবে হাইড্রোজেনে। আর বিমানবন্দর হবে সবুজে ঘেরা। সম্ভব? ক্রানফিল্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পেরিলেস পিলিডিস বলেছেন সম্ভব। তবে পর্যাপ্ত পরিমাণে বিনিয়োগের প্রয়োজন এর জন্য। সরকারের পক্ষ থেকে অবশ্য একটা প্রস্তাব দেওয়া হয়েছে যাতে বিনিয়োগের পরিমাণ কিছুটা কমতে পারে। দেশের বিমানবন্দরগুলোর প্রায় প্রত্যেকটিরই সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। সেই সম্প্রসারিত অংশগুলোকে সবুজে ভরিয়ে দাও! ইতিমধ্যে লুটন বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে বিমানবন্দরকে সম্প্রসারিত করে নিকটবর্তী রেলস্টেশনের সঙ্গে যুক্ত করা হবে। আর সম্প্রসারিত অংশটির সবুজায়ন করা হবে। যাতে গ্রিনহাউস গ্যাস নির্গমন না হয়। অধ্যাপক পিলিডিস ক্রানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাওয়ার অ্যান্ড প্রপালসন বিভাগের প্রধান। তার পরামর্শ, এখন থেকেই হাইড্রোজেন-চালিত বিমান বার করার উদ্যোগ নেওয়া হোক। তাতে পরিবেশে কার্বন ডাই অক্সাইডের দূষণ অনেক পরিমাণে কমিয়ে দেওয়া যাবে। এই প্রকল্প বাস্তবায়ন করতে অন্তত ১০ বছর লাগতে পারে। তবু ইংল্যাডের একাধিক পরিবেশবিদের বক্তব্য ‘বেটার লেট দ্যান নেভার’!