সমুদ্রগর্ভ ও প্রাকৃতিক দুর্যোগ

সমুদ্রগর্ভ ও প্রাকৃতিক দুর্যোগ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ ফেব্রুয়ারী, ২০২৫

সমুদ্রের তলদেশে লবণাক্ত জলের একটি অতি-ঘন জলাশ য় শত শত বছরের সুনামি, ভূমিকম্প এবং বন্যার প্রাচীন প্রমাণ ধারণ করে আাসছে । সাম্প্রতিক এক গবেষণায় প্রমাণিত যে ৪০০ বছর আগে আরবে বৃষ্টিপাত অনেক বেশি হত । এই অঞ্চলের শহরগুলি যত বড় হবে ভবিষ্যতে বৃষ্টিপাতের পরিমাণ ততই বাড়বে। মায়ামি বিশ্ববিদ্যালয়ের রোজেনস্টিল সামুদ্রিক বিজ্ঞান , আবহ বিজ্ঞান ও পার্থিব বিজ্ঞান স্কুলের সাম্প্রতিক এক গবেষণায় প্রমাণিত হয়েছে যে গত ২,০০০ বছর আগে এই অঞ্চলের জলবায়ু আজকের তুলনায় অনেক বেশি আর্দ্র ছিল। একসময় এই অঞ্চলটি সাভানা তৃণভূমির মতো সিংহ, চিতাবাঘ এবং নেকড়েদের বসবাসের উপযোগী ছিল। কিন্তু বর্তমানে তা শুষ্ক মরুভূমিতে পরিণত । এই গবেষণাটি সায়েন্স অ্যাডভান্সেস জার্নালে প্রকাশিত হয়েছে।সৌদি আরবের এনইওএম এর মতো বৃহৎ নির্মাণ প্রকল্পগুলি ক্রমাগত পরিবেশের পরিবর্তন ঘটিয়ে চলেছে। গবেষণার প্রধান স্যাম পারকিস সতর্ক করে দিয়ে বলেছেন, এইসব পরিবর্তনগুলি চরম আবহাওয়া যেমন শক্তিশালী ঝড় এবং বন্যার মতো ঝুঁকি তৈরি করবে। তাই এই অঞ্চলে দুর্যোগ মোকাবেলা করার জন্য আরও ভালভাবে প্রস্তুত হতে হবে ও জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিরোধের জন্য আরও স্থিতিস্থাপক হতে হবে। বিজ্ঞানীরা ওশেন এক্সপ্লোরার গবেষণা জাহাজ থেকে পরিচালিত একটি দূরনিয়ন্ত্রিত যানের মাধ্যমে আকাবা উপসাগরের গভীরে একটি ঘন, লবণাক্ত জলাশয় থেকে কাদা সংগ্রহ করেছে। অতীতে যেখানে সমুদ্র অন্যান্য মহাসাগর থেকে বিচ্ছিন্ন হয়ে বাষ্পীভূত হয়ে ভূগর্ভস্থ লবণ জমা করে রেখে যায়, সেখানে এধরনের নোনা জলাশয় তৈরি হয়। এর লবণাক্ত জলের রসায়ন অব্যাহত পলিস্তর সংরক্ষণ করে, যা বিগত হলোসিন যুগের বৃষ্টিপাতের নির্ভুল প্রমাণ। এই স্তরগুলিকে অধ্যয়ন করে বিজ্ঞানীরা জানতে পারবেন সময়ের সাথে সাথে ওই অঞ্চলে বৃষ্টিপাত কীভাবে পরিবর্তিত হয়েছে।
বিজ্ঞানীদের অনুমান, প্রায় ২০০ বছর আগে আরবে আজকের তুলনায় দ্বিগুণ বৃষ্টিপাত হত। অধ্যাপক এমি ক্লেমেন্ট বলেন মধ্যপ্রাচ্যের জলবায়ু, গড় তাপমাত্রা এবং চরম আবহাওয়া উভয় ক্ষেত্রেই অনেক পরিবর্তিত হতে পারে। এবং ভবিষ্যতে জলবায়ু স্থিতিশীলও থাকবে না। বন্যা ও খরার মতো চরম আবহাওয়ার কারণে মধ্যপ্রাচ্য ক্রমশ উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে।এর ফলে মানুষ এবং পরিবেশের মধ্যে নানা সমস্যা তৈরি হচ্ছে। বিগত হলোসিন যুগের পরিবর্তিত বৃষ্টিপাতের ধরণ প্রমাণ করে যে আকস্মিক বন্যা এবং খরা মোকাবেলার জন্য পরিকল্পনা আরও উন্নত করা দরকার। মধ্যপ্রাচ্যের শহরগুলি দ্রুত বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ভবিষ্যতের জলবায়ুর পরিবর্তনগুলিকে বোঝাও গুরুত্বপূর্ণ। ২০২৪ সালে আরবের বন্যা আবারও প্রমাণ করেছে যে এইসব বিপর্যয়ের জন্য প্রস্তুত থাকা কতটা গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে নিজেদের আরও ভালোভাবে রক্ষা করার জন্য আমাদের এইসব ঘটনার কারণগুলি বুঝতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 5 =