সমুদ্রের গ্রাসে কপিলমুনির আশ্রমের একাংশ

সমুদ্রের গ্রাসে কপিলমুনির আশ্রমের একাংশ

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ২৫ জুলাই, ২০২২

কোটালের জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে সাগরের একাংশ। গঙ্গাসাগরের কপিলমুনি মন্দির চত্বরেরও ক্ষতি হয়েছে জলোচ্ছ্বাসে। মন্দিরের সামনে সমুদ্রতটে ভাঙন ধরেছে। প্রাচীন কপিলমুনির মন্দির সমুদ্র গ্রাস করেছে বেশ কয়েক বছর আগে। এখনকার মন্দিরটি পরে তৈরি হয়। কিন্তু সমুদ্র একটু একটু করে এগিয়ে আসছে। গঙ্গাসাগরে ভাঙন রোধে পরিকল্পনা শুরু করেছিল প্রশাসন। কিন্তু সেই পরিকল্পনা এখনও বাস্তবায়িত হয়নি। ফলে বর্তমান কপিলমুনির মন্দিরের ভবিষ্যৎ এখন প্রশ্নের মুখে।
স্থানীয় সূত্রের খবর, মন্দিরের সামনে সমুদ্রতটের পাড় ভাঙার সমস্যা দীর্ঘদিনের। ভাঙনের জেরে গঙ্গাসাগর মেলার মাঠের আয়তন ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে। প্রতি বছর গঙ্গাসাগরে ১০০-২০০ ফুট এলাকা সমুদ্র গর্ভে তলিয়ে যাচ্ছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। গঙ্গাসাগরের সমুদ্রতট বরাবর ১ নম্বর রাস্তা থেকে ৫ নম্বর রাস্তা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এলাকায় সারিবদ্ধ ভাবে নারকেল গাছ পুঁতেছিল প্রশাসন। সম্প্রতি ভাঙনের কবলে পড়ে নারকেল গাছগুলি সমুদ্রে তলিয়ে গিয়েছে।