সর্বকালের সবচেয়ে ছোট ‘ফ্লাইং’ চিপ!

সর্বকালের সবচেয়ে ছোট ‘ফ্লাইং’ চিপ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩০ সেপ্টেম্বর, ২০২১

মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা ইলেক্ট্রনিক জগতে ইতিহাস রচনা করলেন। একটা শস্যের দানার মত আকারের ইলেক্ট্রনিক মাইক্রোচিপ তৈরি করেছেন তারা। নাম দিয়েছেন ‘মাইক্রোফ্লায়ার’। এটা উড়তে পারে, বাতাসে দূষণের মাত্রা মাপতে পারে, এমনকী, এয়ারবোর্ণ ভাইরাস, যা যে কোনও ভাইরাস-জনিত অসুখের অন্যতম মাধ্যম, সেটাও ধরা পড়বে এই মাইক্রোচিপে! মাইক্রোচিপের ওড়ার জন্য অবশ্য কোনও ইঞ্জিনের প্রয়োজন নেই। হাওয়ার মধ্যে একে ছেড়ে দিলেই এই মাইক্রোফ্লায়ার উড়তে পারবে। ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়াররা আরও অনেকরকমের মাইক্রোফ্লায়ার তৈরি করছেন। জানা গিয়েছে, এরপর আরও একরকমের মাইক্রোফ্লায়ার আসতে চলেছে যার তিনটি ডানা থাকছে। এই মাইক্রোফ্লায়ার প্রাকৃতিক দূষণ প্রতিরোধে ব্যবহার করা যাবে বলে জানিয়েছেন ইঞ্জিনিয়াররা। ইঞ্জিনিয়ারদের অন্যতম, জন রজার্সের বক্তব্য, “প্রকৃতি থেকেই আমাদের ইলেক্ট্রনিক যন্ত্র বিবর্তনের কথা মাথায় এসেছিল। প্রকৃতির মধ্যেই রয়েছে সফিস্টিকেটেড এরো-ডায়নামিক্স।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 17 =