সাগরতলের প্রকৃত রঙ দেখার প্রযুক্তি

সাগরতলের প্রকৃত রঙ দেখার প্রযুক্তি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৯ সেপ্টেম্বর, ২০২৫

সমুদ্রের গভীরে অসংখ্য প্রাণী ও জীববৈচিত্র্য থাকলেও জলের ঘনত্ব আলোকে ভেঙে, ছড়িয়ে, ম্লান করে দেয়। ফলে দূর থেকে সাগরতলের প্রকৃত রঙ সঠিকভাবে ধরা কঠিন। এই কঠিন সমস্যার মোকাবিলায় ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি ও উডস হোল ওশানোগ্রাফিক ইনস্টিটিউশন (WHOI) তৈরি করেছে ‘সি স্প্ল্যাট’ (SeaSplat) নামক এক উন্নত চিত্র-বিশ্লেষণ ব্যবস্থা। এটি জলের আলোক বিকৃতি দূর করে উচ্চমানের, রঙ-নির্ভুল ত্রি-মাত্রিক মডেল তৈরি করতে সক্ষম। ‘সি স্প্ল্যাট’-এর মূল শক্তি হলো রঙ সংশোধনের জন্য তৈরি বিশেষ অ্যালগরিদম ও 3D Gaussian Splatting (3DGS) প্রযুক্তির সমন্বয়। এটি ছবির প্রতিটি পিক্সেল থেকে ব্যাকস্ক্যাটার (কণার প্রতিফলনে সৃষ্ট ঝাপসা অবস্থা) ও অ্যাটেনুয়েশন (আলোর তীব্রতা হ্রাস) নির্ণয় করে প্রকৃত রঙ পুনর্নির্মাণ করে। এরপর একাধিক ছবি একত্রিত করে এমন একটি ভার্চুয়াল ত্রিমাত্রিক মডেল তৈরি হয়, যেখানে দূরত্ব বা কোণ বদলালেও বস্তুর রঙ অপরিবর্তিত থাকে। এই প্রযুক্তি লোহিত সাগর, ক্যারিবিয়ান সাগর ও প্রশান্ত মহাসাগরের ছবি এবং মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জে রোবট দ্বারা সংগৃহীত চিত্রে সফলভাবে প্রয়োগ করা হয়েছে। গবেষকরা বলছেন, এটি সামুদ্রিক জীববৈচিত্র্য পর্যবেক্ষণ, প্রবালপ্রাচীরের স্বাস্থ্য মূল্যায়ন ও ব্লিচিং (ফ্যাকাশে হয়ে যাওয়া) শনাক্তকরণে বড় অগ্রগতি আনবে। WHOI-এর বিজ্ঞানী যোগেশ গিরধর বলেন,“দূর থেকে প্রবাল ফ্যাকাশে হয়ে যাওয়াকে নীলচে বা অস্পষ্ট লাগতে পারে, অথচ কাছ থেকে তা সাদা। ‘সি স্প্ল্যাট’ প্রকৃত রঙ স্পষ্ট করে প্রাথমিক পরিবর্তন শনাক্ত করতে সাহায্য করবে।” ‘সি স্প্ল্যাট’ ব্যবহার করতে শক্তিশালী ডেস্কটপ কম্পিউটার প্রয়োজন। কিন্তু জাহাজের সাথে বাঁধা রোবট থেকে ছবি পাঠিয়ে তাৎক্ষণিক প্রক্রিয়াকরণ সম্ভব। এমআইটির অধ্যাপক জন লিওনার্ড বলেন, “যেন সাগরের সমস্ত জল সরিয়ে ফেলা হয়েছে, এমন পরিষ্কার দৃশ্য দেখার স্বপ্ন ‘সি স্প্ল্যাট’ বাস্তবে পরিণত করেছে।”

 

সূত্র: “SeaSplat: Representing Underwater Scenes with 3D Gaussian Splatting and a Physically Grounded Image Formation Model” 25 September 2024,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 12 =