সাগরের ‘ব্লু গু’ নিয়ে কী করবেন বিজ্ঞানীরা

সাগরের ‘ব্লু গু’ নিয়ে কী করবেন বিজ্ঞানীরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২২ সেপ্টেম্বর, ২০২২

ক্যারিবিয় সমুদ্রের নিচে এই প্রাণীদের খুঁজে পেয়ে রাতের ঘুম উড়েছে বিজ্ঞানী মহলের। গত মাসে একসাথে অনেক ব্লু গু দেখা গেছে সেন্ট ক্রোইক্সে। অ্যামেরিকার ভার্জিন আইল্যান্ডের একটা অন্যতম দ্বীপ এটা।

জলের অনেক গভীরে থাকা এই প্রাণীরা ধরা পড়লো দূর নিয়ন্ত্রিত এক যন্ত্রের মাধ্যমে। জলের নিচে ৪০৭ থেকে ৬১১ ফুটের মধ্যে ফোঁটার আকারে ব্লু গু শনাক্ত করা গেছে বলে জানালেন গবেষকরা।

ন্যাশানাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাট্মোসফেরিক অ্যাডমিনিস্ট্রেশান বা সংক্ষেপে নোয়া। এই সংস্থার প্রধান গবেষক যানের নাম ওকিনোস। বিগত চার মাস ধরে উত্তর আটলান্টিকের গভীরে তদন্ত চালাচ্ছে রিমোটচালিত এই যন্ত্র। প্রকল্পের নাম ভয়েজ টু দ্য রিজ ২০২২।

কিম্ভুতুড়ে প্রাণীদের নিয়ে রসিকতা করে এক গবেষক বলছেন, এগুলো যে পাথর নয় এতটুকুই আপাতত জানা। আরও নানান প্রজাতির দুর্লভ সামুদ্রিক প্রাণীদের ছবি তোলা হলেও ব্লু গু নিয়ে কিছুই বলতে পারছেন না বিজ্ঞানীরা।

সংগ্রহ করা হয়েছে আজব প্রাণীটার কিছু নমুনা। সেগুলো পরীক্ষা করেই বলা যাবে রহস্যটা ঠিক কোথায়!