সাত হাজার বছর আগে সুমেরু অঞ্চলের মানুষ বহির্বিশ্বে ব্যবসা করত! কী
দেখে বুঝলেন প্রত্নতত্ববিদরা বুঝলেন? সাইবেরিয়ার কুকুরদের ডিএনএ বিশ্লেষণ করে! তাদের ডিএনএ প্রত্নতত্ববিদদের জানাল যে, ইউরোপ, এমনকী পূবেও সুমেরু অঞ্চলের সাইবেরিয়ান কুকুরদের সঙ্গে ওখানকার কুকুরদের সঙ্গে প্রজননের কাজে লিপ্ত হত! এর আগেও এই সংক্রান্ত বিষয়ের গবেষণা থেকে গবেষকরা নিশ্চিত হয়েছেন যে, সাইবেরিয়া ও সুমেরু অঞ্চলের মানুষের রীতিমত নজর কাড়ার মত ব্যবসায়িক বিস্তৃতি ছিল। তাদের মানুষদের ব্যাবসা বিস্তৃত ছিল ভূমধ্যসাগরের উপকূলবর্তী অঞ্চল জুড়ে, এমনকী কাস্পিয়ান হ্রদ পর্যন্ত! আর সাইবেরীয় কুকুররা ছিল এই ব্যবসায় অন্যতম মাধ্যম। তাদের টানা গাড়িতে যাতায়াত করত ব্যবসার যাবতীয় সামগ্রী। প্রত্নতত্ববিদরা বিশ্লেষণ করে দেখেছেন সময়টা প্রায় ১০ হাজার বছর আগের! দু’হাজার বছরের পুরনো কুকুরের অস্তিত্ব পেয়েছেন প্রত্নত্ত্ববিদরা। এমনকী ১১ হাজার বছরের পুরনো কুকুরের হাড়ও মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে! প্রত্নতত্ত্ববিদরা জানিয়েছেন, বরাবরই মানুষের কাছাকাছি থাকে কুকুর। প্রাচীনকালেও তাই কুকুরদের ভালভাবেই ব্যবসায় লাগাত সেই সময়ের ব্যবসায়ীরা।