সাপ্তাহিক ইনসুলিন ব্যবহারে আশাবাদী বিজ্ঞানীরা

সাপ্তাহিক ইনসুলিন ব্যবহারে আশাবাদী বিজ্ঞানীরা

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌
Posted on ৩ নভেম্বর, ২০২৩

ইনসুলিন আইকোডেক, টাইপ ১ ডায়াবেটিসের চিকিত্সার জন্য একটি সাপ্তাহিক বেসাল ইনজেকশন। সারে ইউনিভার্সিটির গবেষণা অনুসারে, এই সাপ্তাহিক ইনসুলিন প্রতিদিনের নেওয়া বেসাল ইনসুলিনের মতোই কার্যকরী হবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। তাদের মতে বছরব্যাপী ৩ নম্বর পর্যায়ের এই ক্লিনিকাল ট্রায়ালের ফলাফল ডায়াবেটিসের চিকিৎসার ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে এবং লক্ষ লক্ষ মানুষকে তাদের অবস্থা আরও ভালোভাবে পরিচালনা করতে সহায়তা করতে পারে। এই গবেষণার সময়, সারে থেকে প্রফেসর ডেভিড রাসেল-জোনসের নেতৃত্বে ১২টি দেশের ৯৯টি জায়গায় বিজ্ঞানীরা সাপ্তাহিক বেসাল ইনজেকশন আইকোডেক-এর (এক ধরনের দীর্ঘস্থায়ী ইনসুলিন) কার্যকারিতা এবং নিরাপত্তা পরীক্ষা করেছেন এবং টাইপ১ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের প্রতিদিনের নেওয়া ইনসুলিন ডিগ্লুডেকের বেসাল ইনজেকশনের সাথে তুলনা করেছেন।
রাসেলের মতে অনেক ব্যক্তির ক্ষেত্রে ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদী অসুখ নিয়ন্ত্রণ করা বেশ কঠিন এবং অত্যাবশ্যক ইনসুলিন ইনজেকশন নিয়মিত নিতে অনেকেই ভুলে যান। ইনসুলিন নির্ধারিত সময়ে না নিলে গ্লাইসেমিক নিয়ন্ত্রণকে প্রভাবিত করতে পারে এবং চিকিত্সায় ধারাবাহিকতার অভাবে ডায়াবেটিক কেটোঅ্যাসিডোসিসে আক্রান্ত হওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে। প্রতিদিন ইনসুলিন ইনজেকশন নেওয়ার সংখ্যা যদি কমানো যায় তবে কিছু ব্যক্তির গ্লাইসেমিক নিয়ন্ত্রণ উন্নত করা যেতে পারে। আইকোডেকের কার্যকারিতা সম্পর্কে আরও বিশদে জানতে, বিজ্ঞানীরা টাইপ১ ডায়াবেটিসে আক্রান্ত ৫৮২ জন রোগীকে দুটি দলে বিভক্ত করেন; প্রথম দলটি আইকোডেক-এর (৭০০ ইউনিট/ মিলিলিটার) সাপ্তাহিক একবার ইনজেকশন পেয়েছে এবং দ্বিতীয় দলটি ডিগ্লুডেক (১০০ ইউনিট/ মিলিলিটার) এর দৈনিক ইনজেকশন পেয়েছে। দুদলকেই প্রতিদিন খাবারের সময় অ্যাসপার্টের ডোজ দেওয়া হয়। ২৬ সপ্তাহ পরে, বিজ্ঞানীরা দেখেন যে যারা আইকোডেক গ্রহণ করেছিলেন তাদের মধ্যে এইচবিএ১সি-র (লোহিত রক্তকণিকার মধ্যে একটি প্রোটিন যার সাথে গ্লুকোজ সংযুক্ত এবং এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে সার্বজনীন চিহ্নিতকারী) মাত্রা বেসলাইনে গড়ে ৭.৫৯ শতাংশ থেকে কমে আনুমানিক ৭.১৫ শতাংশ হয়ে গেছে এবং যারা ডিগ্লুডেক নিয়েছেন তাদের ক্ষেত্রে গড় ৭.৬৩ শতাংশ থেকে কমে ৭.১০ শতাংশে হয়েছে। যদিও চিকিত্সার আনুমানিক পার্থক্য ০.০৫ শতাংশ, কিন্তু রোগীদের আইকোডেক গ্রহণের ক্ষেত্রে শুধুমাত্র সপ্তাহে একবার ইনজেকশন নিতে হচ্ছে। অধ্যাপক রাসেল-জোনসের মতানুসারে ২৬ সপ্তাহের এই পরীক্ষার পরে দেখা গেছে HbA1C কমানোর ক্ষেত্রে একবার-সাপ্তাহিক আইকোডেক ইনজেকশনের ডোজের কার্যকারিতা প্রতিদিনে একবার নেওয়া ডিগ্লুডেক ইনজেকশনের সমতুল্য যদিও এই ক্ষেত্রে হাইপোগ্লাইসেমিয়ার হার কিছুটা বেশি, তবুও এটি সহজেই পরিচালনা করা যেতে পারে। তাই বলা যেতে পারে যে এই নতুন ইনসুলিন টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দৈনিক বেসাল ইনজেকশনের বোঝা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।