সামুদ্রিক আগাছার জাদু

সামুদ্রিক আগাছার জাদু

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ২১ জুন, ২০২৩

গরমকালের রোদকে যদি শীতের জন্য জমিয়ে রাখা যেত? তাহলে তাপমাত্রায় লাগাম টানাও যেত, আবার দরকারে অন্য কাজেও লাগানো যেত সেই শক্তিকে। মেটিরিয়ালস সায়েন্স পত্রিকায় প্রকাশিত এক সাম্প্রতিক গবেষণা বলছে এমন সুযোগ আছে। নির্ভর করতে হবে সামুদ্রিক আগাছার উপর। অ্যালগিনেট ব্যবহার করে এমন এক পদার্থ তৈরি করা গেছে যা সস্তা, প্রচুর পরিমাণে উৎপাদন করা যায় আর একেবারেই বিষাক্ত নয়।
প্রথমে সোডিয়াম অ্যালগিনেট জলে ভালভাবে দ্রবীভূত করে নিয়ে তাতে মেশাতে হবে গ্রাফাইট। তারপর এই দ্রবণকে দু ঘণ্টার বেশি সময় ধরে মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াসে ঠাণ্ডা করলে একটা মণ্ডের মতো পদার্থ তৈরি হয়। তারপর ধীরে ধীরে তা রূপ নেয় পুঁতির মতো ছোট ছোট খণ্ডে। তারপর এই পুঁতিগুলো চালান করা হয় ক্যালসিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে। শেষ ধাপে ১২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সেগুলো শুকনো করে সংগ্রহ করা হয়।
সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট গবেষক জ্যাক রেনল্ডস এই কৃতিত্বের দাবিদার। তিনি বলছেন, সামুদ্রিক আগাছা থেকে প্রস্তুত করা এই পুঁতি ব্যবহার করা যাবে বড়ো বড়ো শিল্পক্ষেত্রে আর গ্রীষ্মকালের সূর্যকে ব্যবহার করে।