সিক্সথ সেন্সের নেপথ্যে কে? জিন?

সিক্সথ সেন্সের নেপথ্যে কে? জিন?

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ জুন, ২০২৩

দেখা, শোনা, গন্ধ পাওয়া, স্বাদ পাওয়া আর স্পর্শ – এই পাঁচ ইন্দ্রিয়ের সাথে আমরা পরিচিত। চারপাশটা বুঝে নিতে এই পাঁচই মানুষের ভরসা। কিন্তু কথাবার্তার মাঝে আমরা মাঝেমধ্যেই সিক্সথ সেন্স, বা বিশেষ বোধশক্তির কথা বলি। এই ষষ্ঠ ইন্দ্রিয়টার রহস্য কী? কাজটাই বা কী?

বাকি পাঁচ ইন্দ্রিয়ের মতো ছ’নম্বরটা কিন্তু সচেতন নয়। পুরোটাই অচেতন। কিন্তু অন্ধকারে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার হাত থেকে এটাই বাঁচায়। অথবা চোখ বুজেই চায়ের কাপ মুখে তুলে নিতে পারি আমরা।

গুরুত্বপূর্ণ বটে, কিন্তু এই ষষ্ঠ ইন্দ্রিয় নিয়ে তত ভালো জানা নেই। বার্লিনের ম্যাক্স ডেলব্রুক সেন্টারের ডঃ নিকোলো জাম্পিয়েরি বলছেন, শরীরের পেশি আর গাঁটগুলো থেকে আমাদের চলাফেরা, দাঁড়ানো বা বসার ভঙ্গি নিয়ে তথ্য সংগ্রহ করা সিক্সথ সেন্সের মূল কাজ। তারপরে এই তথ্য কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে চালান করার কাজটাও তারই। ডঃ জাম্পিয়েরি আমাদের জানাচ্ছেন, এই বিশেষ সংবেদনের (সেন্স) নাম প্রোপ্রিওসেপশান। এই সেন্স আছে বলেই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে মোটর নিউরনের কাছে সঠিক বার্তা যায়।

যদি এই সংবেদনের ক্ষমতা না থাকে? তাহলে অবশ্যই এই ব্যক্তি জটিল চলাফেরার (যেমন- হাঁটতে হাঁটতে বল ক্যাচ করা) কাজ করতে পারবে না। জাম্পিয়েরি ও তাঁর দল দেখিয়েছেন ষষ্ঠ ইন্দ্রিয়ের জন্য দায়ী কোষগুলোর মধ্যে মলিকিউলার মার্কারের ভূমিকা। জিনের বিশেষ গঠনও জড়িয়ে আছে একইসাথে।