সুন্দরবন থেকে বাংলাদেশে গেল বিরল দুই কচ্ছপ

সুন্দরবন থেকে বাংলাদেশে গেল বিরল দুই কচ্ছপ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৯ এপ্রিল, ২০২২

এ বছরের জানুয়ারি মাসে ৩৭০টি অত্যন্ত বিরল প্রজাতির বাটাগুড় বাস্কা কচ্ছপকে সুন্দরবনের খাঁড়িগুলিতে ছাড়া হয়েছিল ব্যাঘ্র প্রকল্পের তরফ থেকে। যার মধ্যে ১৮টি কচ্ছপের শরীরে বসানো হয়েছিল জিপিএস ট্রান্সমিটার। ‘বাটাগুড় বাস্কা’ নিয়ে যে গবেষণা সুন্দরবনে চলছে, তার প্রধান হাতিয়ার মার্কিনি প্রযুক্তিতে তৈরি এই ট্রান্সমিটার। যার সহায়তায় জানা যাবে এই প্রজাতির কচ্ছপ সুন্দরবনের জঙ্গলের কতটা গভীর জলে থাকে, কী খায়, কোন সময় তাদের প্রজনন শুরু হয় এবং তার প্রয়োজনে কতটা পথ যাতায়াত করে, সেটা জানা যাবে। কিন্তু তারপরই দেখা গিয়েছে জঙ্গলের খাঁড়ি সাঁতরে বেশ কিছু কচ্ছপ চলে গিয়েছে বাংলাদেশের সুন্দরবন নদীতে। ফেব্রুয়ারির মাঝামাঝি একটি কচ্ছপ ধরা পড়েছিল সেই দেশের মৎস্যজীবীদের জালে। তারও কয়েক সপ্তাহ পর আরও একটি কচ্ছপ ধরা পড়ে। ধরা পড়া কচ্ছপের শরীরে জিপিএস ট্রান্সমিটার দেখে বাংলাদেশ বনদফতরের ব্যাঘ্রপ্রকল্প কার্যালয়ে মৎস্যজীবীরা সেগুলি জমা দেন। আপাতত সেখানকার করমজল রেঞ্জ অফিসে রাখা আছে কচ্ছপ দু’টি। বাংলাদেশ থেকে কবে সেই কচ্ছপ দুটি ভারতে ফিরবে সেটা জানা যায়নি এখনও।