সুন্দরবনের বাঘসংখ্যা ছাপিয়েছে ধারণক্ষমতা

সুন্দরবনের বাঘসংখ্যা ছাপিয়েছে ধারণক্ষমতা

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ মার্চ, ২০২২

সাম্প্রতিককালে সুন্দরবন থেকে লোকালয়ে বাঘ চলে আসার ঘটনা ঘন ঘন হচ্ছে। ২০২১-এর ডিসেম্বরেই আট বার জঙ্গল থেকে লোকালয়ে চলে এসেছিল বাঘ। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট এবং রাজ্যের বনদফরের গবেষকরা যৌথভাবে গবেষণা করে দেখেছেন সুন্দরবনের বাঘের সংখ্যা ধারণ করার ক্ষমতা ছাপিয়ে গিয়েছে। তাই তারা জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে যাচ্ছে। গবেষকরা জানিয়েছেন, সাধারণত প্রতি ১০০ বর্গ কিলোমিটারে অরণ্যে সংঘাতহীনভাবে থাকতে পারে সর্বাধিক ৩টি প্রাপ্তবয়স্ক বাঘ। সুন্দরবনের একাধিক ব্লকে বাঘ থাকার ঘনত্ব ছাড়িয়ে গিয়েছে সেই সীমা। অধিকাংশ ক্ষেত্রেই বাঘের সংখ্যা প্রতি ১০০ বর্গ কিলোমিটারে তিনের বেশি হয়ে গিয়েছে। বাঘের সংখ্যার ঘনত্ববৃধির জন্যই জঙ্গল থেকে বেরিয়ে তাদের প্রায়ই লোকালয়ে চলে যাওয়া। ২০১৮-র ব্যাঘ্র শুমারি অনুযায়ী সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ৮৮টি। ২০২০-২১ সালে সেই সংখ্যা ৯৬-য়ে পৌঁছয়। গত ২০ বছরে এটাই সুন্দরবনে থাকা বাঘের সর্বোচ্চ পরিসংখ্যান।