সুপারমুন বুধবার পূর্ণিমাতে!

সুপারমুন বুধবার পূর্ণিমাতে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা।
Posted on ১২ জুলাই, ২০২২

বুধবার ১৩ জুলাই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সবথেকে কম হবে। পৃথিবীর খুব কাছে যেহেতু চাঁদ চলে আসবে, সেই কারণে আরও বেশি উজ্জ্বল দেখাবে তাকে। পৃথিবী থেকে সেদিন মাত্র ৩,৫৭,২৬৪ কিমি দূরে অবস্থান করবে চাঁদ। আর এর ফলে সবথেকে বড় পূর্ণ চন্দ্র দেখা যাবে। চাঁদের এমন রূপকে বলা হয় সুপারমুন। এর আগেও এমন সুপারমুনের দেখা পাওয়া গিয়েছে। রাতের আকাশে বিভিন্ন ধরনের সুপারমুন দেখা যায়। তাদের নামও বিভিন্ন। বুধবার যে সুপারমুন দেখা যাবে, তার নাম দেওয়া হয়েছে ‘বাক সুপারমুন’। বছরের সবথেকে বড় চাঁদ দেখা যাবে মঙ্গলবার মধ্যরাতে। এমনই তথ্য দিয়েছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র।