সুপ্রাচীন হোমিনিনের লিঙ্গ নির্ধারণ

সুপ্রাচীন হোমিনিনের লিঙ্গ নির্ধারণ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২১ ফেব্রুয়ারী, ২০২৫

বিজ্ঞানীরা ৩৫ লক্ষ বছরের পুরোনো এমিনো এসিড শৃঙ্খল বা পেপটাইড ব্যবহার করে একটি প্রাচীন হোমিনিনের লিঙ্গ নির্ধারণ করতে সক্ষম হয়েছেন। নৃতত্ত্ববিদরা দীর্ঘদিন ধরে প্রাচীন হোমিনিনদের জীবাশ্ম অবশেষ আবিষ্কার করে চলেছেন এবং তা থেকে একই প্রজাতির মধ্যে ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য খুঁজে চলেছেন। এত প্রাচীন নমুনাগুলির মধ্যে বৈচিত্র্যর অনুধাবন বরাবরই কষ্টসাধ্য, কারণ সময়ের সাথে সাথে জীবের অবশিষ্ট অংশের অণুগুলির আসল চরিত্রের অবনতি ঘটতে থাকে।
প্যালিওপ্রোটিওমিক্স (palaeoproteomics) ক্ষেত্রটির কাজ হল জীবাশ্মীভূত পদার্থ থেকে প্রোটিনের গবেষণা করা । প্রোটিন একজন ব্যক্তি বা প্রাণীর সম্পর্কে অনেক মূল্যবান তথ্য প্রদান করতে পারে এবং সময়ের সাথে সাথে ডিএনএ -এর তুলনায় তা ভালোভাবে সংরক্ষিত থাকে। এই ক্ষেত্রটির চর্চা থেকে প্রাচীন প্রজাতির মধ্যে বৈচিত্র্য এবং লিঙ্গ-দ্বৈত সম্পর্কে ধারণা তৈরি করা যায়। সম্প্রতি গবেষকরা দক্ষিণ আফ্রিকার স্টার্কফন্টেইন গুহায় পাওয়া একটি ‘অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস’ নমুনার দাঁতের এনামেল থেকে এ মিনো এসিড শৃঙ্খল বা পেপটাইডগুলি নিষ্কাশন এবং বিশ্লেষণ করার জন্য এমন একটি ন্যূনতম কৌশল ব্যবহার করেছিলেন যা সবচেয়ে কম হস্তক্ষেপ করে। তারা ১১৮টি পেপটাইড পুনরুদ্ধার করেছেন, যার মধ্যে কিছু অনন্য অ্যামেলোজেনিন ছিল, যা দাঁতের এনামেলের বিকাশের জড়িত একটি প্রোটিন। দু ধরণের জিন এই প্রোটিনটিকে সংকেতিত করে : এক্স ক্রোমোসোম (AMELX) এবং ওয়াই ক্রোমোসোম (AMELY)। এগুলি লিঙ্গ নির্ধারণ করে।
গবেষণা দলটি অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস নমুনায় এক্স ক্রোমোসোম-এর চারটি এবং ওয়াই ক্রোমোসোম-এর তিনটি পেপটাইড সনাক্ত করেছে। তারা নিশ্চিত যে ব্যক্তিটি পুরুষ ছিল। প্যালিওপ্রোটিওমিক্স ব্যবহার করে সফলভাবে বিশ্লেষিত এই আবিষ্কারটি অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস নমুনাটিকে চিহ্নিত করেছে যা ২০ থেকে ৩৫ লক্ষ বছরের প্রাচীনতম হোমিনিন। গবেষকরা বিশ্বাস করেন যে এই গবেষণাটি প্যালিওপ্রোটিওমিক্সের প্রয়োজনীয়তাকে প্রমাণ করে। এর চর্চা থেকে লিঙ্গ দ্বৈত , বৈচিত্র্য এবং বংশবৃক্ষ সম্পর্কিত পুরা -নৃতত্ত্ব বা প্যালিওঅ্যানথ্রোপোলজির মৌলিক প্রশ্নগুলির উত্তর মিলতে পারে। এখনও অবশ্য এই ক্ষেত্রটি প্রাথমিক পর্যায়ে রয়েছে, তবে এ থেকে আশ্চর্যজনক আবিষ্কারের সম্ভাবনা রয়েছে ।
তথ্যসূত্রঃ https://www.iflscience.com/35-million-year-old-hominins-sex-determined-using-ancient-peptides-78019?fbclid=IwY2xjawIhMUpleHRuA2FlbQIxMQABHVwvmG8FERIz2xKaHVNKWButzpIaqPMmtaRdKL4njvJiyj0AZaAQk_CpZA_aem_qk1Svw-Cx1wUZIPLhwA6cQ&sfnsn=wiwspwa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve + 11 =