সুর্যের সামনে বিন্দুর মত শুক্রের ছবি প্রকাশ!

সুর্যের সামনে বিন্দুর মত শুক্রের ছবি প্রকাশ!

বিজ্ঞানভাষ সংবাদদাতা‌।
Posted on ৩ জুলাই, ২০২২

দশ বছর আগে, ২০১২-তে সুর্যের সামনে চলে গিয়েছিল শুক্র। সুর্যের কক্ষপথ ট্রানজিট করার সময়। সেই ছবি নাসা সম্প্রতি প্রকাশ করেছে। সুর্যের সামনে শুক্রকে বিন্দুর মত লাগছে! জ্যোর্তিবিজ্ঞানীরা বলছেন এই মহাজাগতিক ঘটনা পরবর্তী ১০০ বছরেও আর দেখা যাবে না। সৌর ট্রানজিট হল সুর্যের মুখ জুড়ে একটি গ্রহের উত্তরণ। যেমন পৃথিবীর দৃষ্টিকোণ থেকে বলা হয় বুধ আর শুক্র হল একমাত্র পর্যবেক্ষণযোগ্য ট্রানজিট। জ্যোর্তিবিজ্ঞানীরা বলছেন শুক্রের এই ঘটনাটি বিরল ছিল। ২০১২-র এই সৌর ট্রানজিট প্রায় সাত ঘন্টা ধরে চলেছিল এবং বিশ্বব্যাপী দেখাও গিয়েছিল বলে নাসার দাবি। সাতটি মহাদেশের পর্যবেক্ষকরা ঘটনাটি চাক্ষুষ করতে সক্ষম হয়েছিলেন। নাসা আনিয়েছে, শুক্রের সৌর ট্রানজিট জোড়ায় হয় ১০০ বছরের ব্যবধানে। ২০০৪ আর ২০১২-য় হওয়া শেষ জোড়া ট্রানজিট ২১১৭ পর্যন্ত আর হবে না।