সূর্যের চেয়ে ৩২ গুণ বড় নক্ষত্রের সন্ধান পেল হাবল টেলিস্কোপ

সূর্যের চেয়ে ৩২ গুণ বড় নক্ষত্রের সন্ধান পেল হাবল টেলিস্কোপ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ মে, ২০২২

সূর্যের চেয়ে অন্তত ৩২ গুণ বড় এক দৈত্যাকৃতি নক্ষত্রের সন্ধান পেয়েছে হাবল টেলিস্কোপ। লেগুন নীহারিকার কেন্দ্রে এই দৈত্যাকৃতি নক্ষত্র পেয়েছে হাবল টেলিস্কোপ। এই দৈত্যাকৃতির নক্ষত্র শুধু সূর্যের চেয়ে আকার, আয়তনেই বড় নয়, ঔজ্বল্যেও এই নক্ষত্র পাল্লা দেবে সূর্যকে। কারণ বিজ্ঞানীরা জানিয়েছেন নতুন আবিষ্কৃত নক্ষত্র সুর্যের তুলনায় ২ লক্ষ গুণ বেশি উজ্জ্বল! নক্ষত্রের চারপাশে রয়েছে গ্যাসের আবরণ। সেই অসাধারণ ছবি প্রকাশ করেছে নাসা। নক্ষত্রে নাম বিজ্ঞানীরা দিয়েছেন হারশেল ৩৬। পৃথিবী থেকে প্রায় ৪ হাজার আলোকবর্ষ দূরে রয়েছে এই নক্ষত্র। নাসার দেওয়া তথ্য অনুযায়ী এই নক্ষত্রের বয়স আনুমানিক এক মিলিয়ন বছর। নক্ষত্রটি তার জন্মগত আয়নযুক্ত গ্যাস (হাইড্রোজেন, নাইট্রোজেনের মত) নিষ্কাশন করে চলেছে।