সূর্যের সবচেয়ে কাছের ছবি

সূর্যের সবচেয়ে কাছের ছবি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৫ মে, ২০২২

এর আগে সূর্যের করোনার মধ্যে প্রবেশ করেছিলো সোলার প্রোব। যে প্রোবের যাত্রা শুরু হয়েছিলো ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে। তুলেছিলো ছবিও। ২০২০ সালের জুলাই মাসে খুবই কাছ থেকে সূর্যের ছবি তুলেছিল এই প্রোব। এবার আরো কাছে। এযাবৎ কালের সূর্যের সবচেয়ে কাছের ছবিটি উঠে গেল। সেই প্রোবেরই মারফৎ। গত ৭ই মার্চ, ২০২২ এ এসা বা ইউরোপীয় স্পেস এজেন্সির সোলার অরবিটার সূর্যের সবচেয়ে কাছ থেকে সূর্যকে ফ্রেমে বাঁধতে পেরেছে। উল্লেখ্য সূর্যের এত নিকটতম ছবি, একই সাথে যা খুব স্বচ্ছও, আগে ওঠেনি। ছবি তোলার সময় অরবিটারটির সূর্য থেকে দূরত্ব ছিল মোটামুটি সাড়ে ৭ কোটি কিলোমিটার। মোট ২৫ টি ছবি সোলার ডিস্কে ওঠে। যা তুলতে প্রোবের সময় লাগে প্রায় ৪ ঘন্টা। অর্থাৎ প্রতিটি ছবি তুলতে প্রায় ১০ মিনিটের কাছে সময় লাগে ‘এক্সট্রিম আল্ট্রাভায়োলেট ইমেজার’ টিমের। কেবল ছবি তোলা নয়, এর আগে অরবিটার সোলার স্ট্রমের খোঁজ দিয়েছিলো। যাতে পৃথিবীর রেডিও কানেকশন বিঘ্নিত হওয়ার পূর্বাভাসও ছিল। এছাড়াও নানা কাজ করে চলেছে বিশেষ এই সোলার প্রোব।