সৌরঝড়ে হারাল ৪০টি উপগ্রহ

সৌরঝড়ে হারাল ৪০টি উপগ্রহ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১১ ফেব্রুয়ারী, ২০২২

পৃথিবীর চৌম্বকক্ষেত্রে টানা চার ঘন্টা সৌরঝড়ের দাপট। তার প্রতিফলনে, উৎক্ষেপণের পরের দিনই মহাকাশে নিখোঁজ স্পেস সংস্থার ৪০টি উপগ্রহ! স্পেস সংস্থার তরফে জানানো হয়েছে গত সপ্তাহে আমেরিকার কেনেডি স্পেস সেন্টার থেকে ফ্যালকন-৯ রকেটে পৃথিবীর নিম্ন কক্ষপথে একসঙ্গে ৪৯টি উপগ্রহ পাঠানো হয়েছিল। কিন্তু সৌরঝড়ের দাপটে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ৪০টি। এতে বিপুল আর্থিক ক্ষতির মুখে স্পেস এক্স। স্পেস এক্সের উদ্দেশ্য ছিল পৃথিবীর কক্ষপথে ২১০ কিলোমিটার পর্যন্ত অঞ্চল জুড়ে উপগ্রহগুলিকে স্থাপন করে নানা তথ্য সংগ্রহ করা। এমনকী, আসন্ন সৌরঝড়ও পৃথিবীর চৌম্বকক্ষেত্রকে কতটা প্রভাবিত করতে পারে সেই সম্পর্কেও তথ্য সংগ্রহ করা তাদের কাজের মধ্যে ছিল। বিশেষজ্ঞদের মতে, প্রত্যাশার চেয়েও অন্তত ৫০ গুণ বেশি শক্তি নিয়ে সৌরঝড় পৃথিবীর কক্ষপথে আছড়ে পড়েছিল। আর তাতেই উপগ্রহগুলি বিপর্যস্ত হয়ে হারিয়ে গিয়েছে।