বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৩ এপ্রিল, ২০২২
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা একটি ছবিতে ধরা পড়লো মাউন্ট এভারেস্ট। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে তোলা মাউন্ট এভারেস্টের অবিশ্বাস্য ছবি শেয়ার করলো নাসা। মহাকাশযানের ভ্যান্টেজ পয়েন্ট থেকে তোলা হয়েছে মাউন্ট এভারেস্টের ছবিটি। নাসা জানিয়েছে এই মুহুর্তে স্পেস স্টেশনে অবস্থান করা এক মহাকাশচারী একেবারে এভারেস্টের ওপর থেকেই নিয়েছেন ছবিটি। নাসার অফিসিয়াল টুইট্যার হ্যাণ্ডেলে এই ছবিটি প্রকাশ করা হয়েছে। উল্লেখ্য মাউন্ট এভারেস্ট সমেত হিমালয়ান রেঞ্জ ধরা পড়েছে ছবিটিতে। স্বাভাবিক ভাবেই এই ছবি নিয়ে বিষ্ময়ের অবধি নেই।