বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ ডিসেম্বর, ২০২১
রাশিয়ান রকেট ‘সোয়ুঝ’ সফল ভাবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে একটি ডকিং মডিউল প্রেরন করেছে গত ২৪ শে নভেম্বর। ভারতীয় সময় সন্ধে ৬টা ৬ মিনিটে সয়ঝু রাশিয়ার বাইকনুর, কাজাখাস্তান থেকে উৎক্ষেপিত হয়। রকেটে কার্গো শিপের সাথে প্রিচাল ডকিং মডিউল সংযুক্ত করে রকেট উৎক্ষেপন করা হয়। শেষ জুলাইতে রাশিয়ার ল্যাবরেটরিতে নতুন মডিউলটি আনা হয় এবং সেটিং সুকৌশলে পাঠানো হলো স্পেস স্টেশনে।
এই নতুন গোলাকার মডিউলটিতে ৬ টা পোর্ট আছে। যাতে স্পেস স্টেশনে ভবিষ্যতে পোর্টগুলি সম্প্রসারিত করে পৃথক রুশ সেগমেন্ট গঠন করা যায়। উল্লেখ্য বর্তমানে স্পেস আউটপোস্ট যাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তারা হলেন- নাসার অ্যাস্ট্রনট রাজা চারি, থমাস মার্সবার্ণ, ক্যালা ব্যারন, মার্ক ভ্যাণ্ডে হাই, এবং রুশ কসমোনট অ্যান্টন স্কাপ্লেরভ, ও ইওরোপীয় স্পেস এজেন্সির ম্যাথিয়াস মউরের।