স্মার্ট কন্টাক্ট লেন্স ক্যান্সার ধরে দিতে পারে

স্মার্ট কন্টাক্ট লেন্স ক্যান্সার ধরে দিতে পারে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ সেপ্টেম্বর, ২০২২

বিজ্ঞানীরা এক স্মার্ট কন্টাক্ট লেন্স তৈরি করেছেন। ক্যান্সারের শুরুর দিককার টিউমারের রাসায়নিক শনাক্ত করে এটা রোগ নির্ণয়ে পটু।
এক্সোজোম নামের বাহকদের সংকেত এই লেন্স বুঝতে পারে। এই এক্সোজোম আমাদের দেহের মধ্যে গোপন বার্তাবাহকের মতো কাজ করে থাকে। কোষের মধ্যে পাওয়া যায়, যা শেষমেশ শরীরের রসে মিশে যায়। এদের গায়ে লেগে থাকে প্রচুর প্রোটিন থাকে যা ক্যান্সার বা ভাইরাস সংক্রমণের চিহ্ন হিসাবে ব্যবহার করা যেতে পারে।
চিকিত্সার সময় কমিয়ে ক্যান্সার রোগীদের বেঁচে থাকার বাড়ায় এই স্মার্ট লেন্স। প্রতি মাসে প্রায় শতকরা ১০ ভাগ মৃত্যুর ঝুঁকি কমাতে পারে। এই কন্টাক্ট লেন্স ক্যান্সার প্রি-স্ক্রিনিং অথবা ডায়াগনস্টিক পদ্ধতির জন্য এক সম্ভাব্য প্ল্যাটফর্ম অফার করে যা সহজ, দ্রুত ও সংবেদনশীল।
প্রকল্পের প্রধান অধ্যাপক আলি খাদেম হোসেইনির বক্তব্য মোতাবেক, এই লেন্স বিভিন্ন কোষপ্রাচীর এবং মানুষের চোখের জল থেকে পাওয়া দ্রবণে এক্সোজোম শনাক্ত করতে পারে। ক্যান্সার বায়োমার্কার হিসাবে পৃষ্ঠ প্রোটিনের চিহ্নগুলোকে আলাদা করতে সক্ষম নতুন এই স্মার্ট লেন্স।
একসময় এক্সোজোমকে অবাঞ্ছিত পদার্থের ডাম্পিং গ্রাউন্ড বলে মনে করা হয়েছিল। কিন্তু এখন জানা গেছে যে, তারা কোষের মধ্যে বিভিন্ন জৈব অণু বয়ে বেড়ায়। টিউমারের বাড়বাড়ন্ত হলে এরা স্পষ্ট প্রভাব ফেলে।

এক্সোজোমের গুরুত্বকে কাজে লাগানোর চেষ্টা আগেও হয়েছে। জটিল, সময়সাপেক্ষ এবং ব্যয়বহুল যন্ত্রপাতি নিয়ে একটা বিশ্লেষণ সম্পূর্ণ করতে কমপক্ষে দশ ঘন্টা সময় লাগত।খাদেম হোসেইনির দল সহজ কৌশলে সমস্যাগুলো দূর করেছে।