‘ইউ ব্লাডি ফুল’, মানুষকে বলছে হাঁস! অষ্ট্রেলিয়ায় একটা পাখিদের পার্কে এক পুরুষ হাঁসের বলা ওই বাক্যটির রেকর্ডিং আশির দশকে করা হয়েছিল। টিয়া, কাকাতুয়ার মতো অনেক পাখি কথা বলতে পারে, সং-বার্ড রয়েছে, যারা গান গায়। কিন্তু হাঁসের কথা বলা? বিজ্ঞানীরা বলছেন এ বিরল ব্যাপার! একজন ডাচ বিজ্ঞানী ক্যারেল টেন কেট রেকর্ডিংটা প্রথম শুনেছিলেন। ভেবেছিলেন সব ধাপ্পাবাজি, মনোযোগ দিয়ে শোনার পর তাঁর বিস্ময় কাটতেই চাইছিল না! পুরুষ হাঁসটির ডাকনাম রিপার। পরে ক্যারেল শুনেছেন, রিপারের মুখ দিয়ে দরজা বন্ধের ও খোলার আওয়াজও হুবহু শোনা গিয়েছে। বিজ্ঞানীরা এই সিদ্ধান্তে এসেছেন যে, পাখিদের ওই পার্কে বেড়াতে গিয়ে কোনও মানুষের মুখে ওই বাক্য শুনে রিপার সেটি মুখস্থ করে নিয়েছিল! তারপর থেকে পার্কে জলাশয়ের সামনে কোনও মানুষ দেখলেই তার মুখে শোনা যেত, ‘ইউ ব্লাডি ফুল’। ক্যারেল সহ অন্য বিজ্ঞানীরাও ইতিমধ্যে গবেষণায় বসে গিয়েছেন, হাঁসের ভোকাল কর্ড নিয়ে!