হিটওয়েভ চলছে দেশ জুড়ে!

হিটওয়েভ চলছে দেশ জুড়ে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৬ এপ্রিল, ২০২২

প্রত্যেকদিনের তাপমাত্রার খবর দৈনিক সংবাদপত্রগুলোতে দেখার পর মনে হচ্ছে এবছর গরমটাই বেশি পড়েছে। গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা ৩৫ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস! কিন্তু ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) জানিয়ে দিল, এটা বেশি গরম পড়ার প্রতিফলন নয়। গোটা ভারত জুড়ে শুরু হয়েছে ‘হিটওয়েভ’ বা তাপপ্রবাহ। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের অধিকাংশ শহরে এই হিটওয়েভ শুরু হয়েছে। যে কারণে মার্চেই ভারতের গড় তাপমাত্রা ৩৩.১০ ডিগ্রি ছাড়িয়ে গিয়ে রেকর্ড করে ফেলেছে। ইংল্যান্ডের আবহাওয়া দফতরের তরফেও জানানো হয়েছে, এই হিটওয়েভ আগামী সপ্তাহেও ভারত জুড়ে চলবে। এই হিটওয়েভে কয়েক লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। আবহাওয়াবিদদের মত, তাপপ্রপবাহে শুধু মানুষ অসুস্থ হবে না, এর আসল প্রতিফলন দেখা যাবে শষ্যের ফলনে। তারা জানাচ্ছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে গম ও আরও অনেক শষ্যের আমদানি ইতিমধ্যে কমে গিয়েছে। চলমান এই হিটওয়েভের ফলে ভারতেও শষ্যের ফলন ভীষণভাবে কমে যাবে। আইএমডি-র আবহাওয়াবিদ আর কে জেনামানির পর্যবেক্ষণ বলছে, বিশ্ব উষ্ণায়নের জন্য আবহাওয়ারও চরম পরিবর্তন হয়েছে। যে কারণে ভূমধ্যসাগর থেকে উত্তর ভারতে আসা যে ঝড় কালবৈশাখীর উৎস তার এবার দেখা নেই। মার্চে সেরকম পাঁচটি ঝড় এসেছিল, কিন্তু জেনামানির পর্যবেক্ষণে, সেই হাওয়া এত শুকনো ছিল যে তখনই তিনি বুঝেছিলেন, এবছর কপালে দুঃখ আছে!