হুগলীর পদ্মপুকুরে আলেয়াকে নিয়ে আলোড়ন

হুগলীর পদ্মপুকুরে আলেয়াকে নিয়ে আলোড়ন

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৪ মে, ২০২২

রিষড়ার ২০ নম্বর ওয়ার্ডের পদ্মপুকুরে গোলাকার আলোর ছটায় এলাকায় সৃষ্টি হল চাঞ্চল্য। লোকমুখে ঘটনার কথা ছড়িয়ে পড়তেই বিরল ওই দৃশ্য দেখতে এলাকায় ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রিষড়া থানার পুলিশ। ভিড় সামলাতে কার্যত হিমশিম খেতে হয় । আসলে সেটি ছিল আলেয়া। সাধারণত গ্রামেগঞ্জের পুকুর বা ডোবার উপর সন্ধ্যার দিকে আলেয়া দেখতে পাওয়া যায়। পুকুর বা ডোবার আশপাশে পচে যাওয়া আগাছা, গাছের পাতা, জলের নিচে থাকা পাঁক পচে যে গ্যাস নিঃসৃত হয়, তা কোনওভাবে বায়ুর সংস্পর্শে এলে রাসায়নিক বিক্রিয়ার ফলে উজ্জ্বল আলোকছটার সৃষ্টি করে। সেই ঘটনারই সাক্ষী হয়েছিলেন এলাকাবাসী।