‘হেরিটেজ’ জঙ্গলেই বেশি কার্বন নিঃসরণ

‘হেরিটেজ’ জঙ্গলেই বেশি কার্বন নিঃসরণ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৩১ অক্টোবর, ২০২১

ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের’ মধ্যে পৃথিবীর ২৫৭টি তালিকাভূক্ত জঙ্গল রয়েছে। যেমন ক্যালিফোর্ণিয়ার ইয়োসেমাইট জাতীয় উদ্যান, বা ইন্দোনেশিয়ার সুমাত্রা রেন ফরেস্ট। সুইৎজারল্যান্ডের একটি সংস্থা, যারা পরিবেশ ও বাতাসের দূষণ নিয়ে গবেষণা করে, তাদের নাম ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এদের সঙ্গে ইউনেস্কোর গবেষকরা মিলে তাৎপর্যপূর্ণ একটি তথ্য বার করেছেন। ইউনেস্কোর ২৫৭টি ওয়ার্ল্ড হেরিটেজ জঙ্গলের মধ্যে ১০টি জঙ্গল থেকে বেরচ্ছে তীব্র পরিমাণে কার্বন-ডাই-অক্সাইড! সাম্প্রতিককালে কয়েকবছর ধরে যে পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড জঙ্গলের উদ্ভিদ নেয়েছিল সেগুলো এখন বেরচ্ছে। স্যাটেলাইটের সহায়তায় এবং গবেষকরা নিজেরা কয়েকটি জঙ্গল পরিদর্শন করে এই তথ্য পেয়েছেন। এখনও পর্যন্ত গবেষকরা জানিয়েছেন হেরিটেজ জঙ্গল থেকে মোট কার্বন নিঃসরণের পরিমাণ পরিমাণ প্রায় ১৯০ মিলিয়ন টন! এই কার্বন-ডাই-অক্সাইড ইউনেস্কোর ২৫৭টি ওয়ার্ল্ড হেরিটেজ জঙ্গলের প্রতিটি জঙ্গলই শুষেছিল গত কয়েক বছর ধরে। গবেষকদের হিসেব অনুযায়ী ১০টি হেরিটেজ জঙ্গল থেকে নির্গত কার্বন নিঃসরণের পরিমাণ প্রায় ৫.৫ মিলিয়ন টন! যার মধ্যে সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ সুমাত্রার ট্রপিক্যাল রেন ফরেস্ট থেকে। প্রায় ৩ মিলিয়ন টন! গবেষকদের একজন, টেলস কার্ভালহো বলেছেন, “হেরিটেজ জঙ্গলগুলো আমাদের কাছে এক একটা গবেষণাগার। আবহাওয়া পরিবর্তনের ক্ষেত্রে এই জঙ্গলগুলোকে আমরা পর্যবেক্ষণ করি। কিন্তু কার্বন নিঃসরণের প্রসঙ্গে এখন যা হচ্ছে সেটা ‘টিপ অফ আইসবার্গ’। আরও খারাপের জন্য অপেক্ষা করতে হবে আমাদের।”