বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৩ অক্টোবর, ২০২১
একটি ঈগল ৪২ দিনে সোজা পথে উড়ে প্রায় ১০ হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছে। লেটেস্ট ইন ইঞ্জিনিয়ারিং নামের একটি সংস্থা তাদের টুইটার পেজে শেয়ার করেছেন এই চমকপ্রদ তথ্য। বিজ্ঞানীরা ঈগলটিকে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে ট্র্যাক করেছিলেন। তাতেই দেখা যায় মাত্র ৪২ দিনে দক্ষিন আফ্রিকা থেকে ফিনল্যাণ্ডে পৌঁছে গেছে পাখিটি। অর্থাৎ গড়ে প্রতিদিন পাখিটি উড়েছে ২৩০ কিলোমিটার।
তবে রোজ একই পথ অতিক্রম করেনি ঈগলটি। জিপিএস সহ অত্যাধুনিক টেকনোলজি ব্যবহারের ফলে গোটা পথই নজর রাখতে পেরেছেন গবেষকরা। দেখা গেছে ইওরোপের আকাশে বেশি সময় উড়েছে পাখিটি। আবার আফ্রিকা অতিক্রমের সময় বেশি স্টপেজ নিয়েছে ঈগল। এর থেকেই বোঝা গেছে কীভাবে একটি নির্দিষ্ট প্রাণীর কর্মক্ষমতা আবহাওয়া ও তাপমাত্রার ওপর নির্ভর করে।