২০ মিনিট পর ভোঁতা করোনা!

২০ মিনিট পর ভোঁতা করোনা!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১৭ জানুয়ারী, ২০২২

পাঁচ মিনিটের মধ্যে অল্প দূরত্বে থাকা মানুষের মধ্যে ওমিক্রন আক্রান্ত রোগীর ভাইরাস অন্যের মধ্যে দ্রুত ছড়াতে পারে। তবে সময়টা ২০ মিনিট হয়ে গেলে করোনার ওমিক্রন এবং অন্যান্য ভাইরাস তার শক্তি, অর্থাৎ সংক্রমণের ক্ষমতা হারিয়ে ফেলে, জানিয়েছে ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের ভাইরাস বিশেষজ্ঞদের করা সাম্প্রতিক এক গবেষণা। তবে বিশেষজ্ঞরা একইসঙ্গে এ-ও জানিয়েছেন, করোনা নিয়ে সম্প্রতি প্রচুর গবেষণা হচ্ছে এবং প্রচুর বিপরীত ফলাফলের গবেষণাও বেরিয়ে আসছে। অল্প সময়ের মধ্যে করোনা নিয়ে গবেষণার ফলে গবেষণার মান অন্যান্য গবেষণার তুলনায় খারাপও হচ্ছে। তাই এই গবেষণাপত্রটিকে আরও বিশেষজ্ঞের মতামতের অপেক্ষায় অনলাইন করা হয়েছে। তবে গবেষণার ফলাফল হু বা আমেরিকার সিডিসি করেছে কি না সেটা এখনো জানা যায়নি। কিন্তু গবেষকদের অন্যতম অধ্যাপক হেনরি পি অসউইন জানিয়েছেন, এই গবেষণাও একটা জিনিস প্রমাণ করল যে, অল্প সময়ের মধ্যে অল্প দূরত্বে থাকা ব্যক্তিদের মধ্যে এই ভাইরাস দ্রুত ছড়ায়। ২০২০-তে আমেরিকায় হওয়া করোনা সংক্রান্ত একটি গবেষণা জানিয়েছিল বাতাসে মেশার তিন ঘন্টা পরেও করোনা থেকে যায়।