২০২৫ সালের মধ্যে চাঁদে গাছ বসানোর লক্ষ্য অস্ট্রেলিয়ার

২০২৫ সালের মধ্যে চাঁদে গাছ বসানোর লক্ষ্য অস্ট্রেলিয়ার

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ৭ অক্টোবর, ২০২২

ইসরায়েলের বেসরকারি চন্দ্রযান বেরেশিট-২ তে গাছের বীজ চাঁদে নিয়ে যেতে চান কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ব্রেট উইলিয়ামস। সেটাও ২০২৫ সালের মধ্যেই।
একটা বন্ধ করা বাক্সোর ভেতর বীজগুলো রেখে নিয়মিত জল দেওয়ার ব্যবস্থা থাকবে। লক্ষ্য রাখা হবে অঙ্কুর বেরোচ্ছে কিনা, তারপর গাছ হয়ে বাড়ছে কিনা। ক্যানবেরায় অবস্থিত অস্ট্রেলীয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক গবেষক কেটলিন বাইর্ট বলছেন, ভবিষ্যতে পৃথিবীতে খাদ্য সংকটের কথা মাথায় রেখেই এই অভিনব পরিকল্পনা।
অস্ট্রেলিয়া আর ইসরায়েলের বিজ্ঞানীদের সহায়তায় দ্য লুনারিয়া ওয়ান নামের এক সংস্থা এই প্রকল্পটা শুরু করেছে। ধাপে ধাপে নানা শস্য, ওষুধ এমনকি অক্সিজেন উৎপাদনের পরিকল্পনা রয়েছে।