২৩ বছর পর বক্সায় বাঘ

২৩ বছর পর বক্সায় বাঘ

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১২ ডিসেম্বর, ২০২১

২৩ বছর পর বক্সা টাইগার রিসার্ভ ফরেস্টে বাঘ দেখা গেল। ট্র‍্যাপ ক্যামেরায় ধরা পড়লো সেই রয়্যাল বেঙ্গল টাইগার – বাঘটি তখন জল খাচ্ছিলো। এর আগে শেষ বার বক্সায় বাঘ দেখা গেছিলো ১৯৯৮ সালে। দীর্ঘ আড়াই দশক বাঘের দেখা না মেলায় বক্সাকে আদউ টাইগার রিসার্ভ ফরেস্ট বলা সঙ্গত কিনা সে নিয়ে প্রশ্ন ওঠে। তবে বাঘের পায়ের ছাপ ও বাঘের মল পাওয়ায় জল্পনা তুঙ্গে ওঠে বক্সায় বাঘের উপস্থিতি নিয়ে। এবার সত্যিই দেখা মিললো রয়্যাল বেঙ্গল টাইগারের। স্বাভাবিক ভাবেই উচ্ছসিত পরিবেশবিদরা। পরিবেশবিদরা বলছেন, বাঘের উপস্থিতি প্রমাণ করে বক্সায় বাস্তুতন্ত্র বিঘ্নিত হচ্ছে না। পরিবেশের জন্যে নিঃসন্দেহে এ এক আনন্দের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =