২৫শে অক্টোবর আংশিক সূর্যগ্রহণ, দেখা যাবে ভারতে

২৫শে অক্টোবর আংশিক সূর্যগ্রহণ, দেখা যাবে ভারতে

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২০ অক্টোবর, ২০২২

আংশিক সূর্যগ্রহণ চাক্ষুষ করতে প্রস্তুত হচ্ছে পৃথিবীর অনেক দেশই। দিন গোনা শুরু হয়েছে আগামী ২৫শে অক্টোবরের দিকে তাকিয়ে। রাজধানী-সহ আরও কয়েকটা ভারতীয় শহর থেকেই আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। কিন্তু বিশেষত্বটা কোথায়? আগামী এক দশক ভারত থেকে আর কোনও আংশিক সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন না দেশবাসীরা।
সূর্যকে ৪৩% ঢাকা অবস্থায় দেখা যাবে গ্রহণের সময় আমাদের দেশ থেকে। বিশেষজ্ঞরা বলছেন, অবশ্যই উপযুক্ত সোলার চশমা পরেই আংশিক সূর্যগ্রহণ দেখা উচিৎ। নাহলে সূর্যের অতিবেগুনী রশ্মিতে ক্ষতি হতে পারে চোখের। সূর্যাস্তের এক ঘণ্টা আগে মাত্র কয়েক মিনিটের জন্যে ভারতের পশ্চিম ও মধ্যাঞ্চল থেকে আংশিক সূর্যগ্রহণ প্রত্যক্ষ করতে পারবেন দর্শকরা, এমনটাই জানানো হয়েছে কলকাতার বিড়লা তারামণ্ডলের পক্ষ থেকে। একেবারে পশ্চিম দিককার শহর, যেমন – পোরবন্দর, গান্ধীনগর, মুম্বাই, সিলভাসা, সুরাট, পানাজি প্রভৃতি শহর থেকেই টানা এক ঘণ্টার বেশি সময় সূর্যগ্রহণ দেখা যাবে।
আগামী মঙ্গলবার সর্বোচ্চ এক ঘণ্টা পঁয়তাল্লিশ মিনিটের জন্য আকাশে স্থায়ী হবে এই চমৎকার ঘটনা। গুজরাটের দ্বারকা থেকে সবচেয়ে বেশিক্ষন দেখা যাবে এই আংশিক সূর্যগ্রহণ। নয়া দিল্লি থেকে বিকেল ৪টে ২৯ মিনিটে দেখা যাবে।
ভারতে এরপর ২০৩২ সালের নভেম্বরের ৩ তারিখে আবার দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ। তাই ঔৎসুক্য বাড়ছে আগামী ২৫শে অক্টোবরকে কেন্দ্র করে।