বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৮ ডিসেম্বর, ২০২১
রোবট রেস্তরাঁ খুলে ফেললেন এক নামী সংস্থার ৩ প্রাক্তন ইঞ্জিনিয়ার। সেই রেস্তরাঁয় রয়েছে এমনই একটি মেশিন যা প্রতি ৪৫ সেকেন্ডে একটি করে নতুন পিৎজ়া তৈরি করতে পারে। কী ভাবে সেই মেশিনে পিৎজ়া তৈরি করা হয়? প্রথমেই বাড়িতে তৈরি করা ময়দার একটি তাল মেশিনে দিয়ে দেওয়া হয়। তার পরে মেশিন চালু হলে চাপেই সেই ময়দার ডো পিৎজ়ার আকার ধারণ করবে। আর সেই রাউন্ড শেপ এক বার তৈরি হয়ে গেলেই তার উপরে পড়তে থাকে পিৎজার সমস্ত উপকরণ। ব্যস তৈরি হয়ে গেল পিৎজ়া ।
সেই রোবটিক রেস্তরাঁর নাম স্টেলার পিৎজ়া। ২০২২ সালের গ্রীষ্মেই লস অ্যাঞ্জেলসে এই রোবটিক রেস্তরাঁ আনুষ্ঠানিক ভাবে খুলে যাবে। প্রতি ৪৫ সেকেন্ডে একটি করে পিৎজ়া তৈরি করতে পারবে স্টেলার পিৎজ়া।