৫০ বছর পর অক্ষত সোভিয়েত মহাকাশযান ফিরছে পৃথিবীতে!

৫০ বছর পর অক্ষত সোভিয়েত মহাকাশযান ফিরছে পৃথিবীতে!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২ জুন, ২০২২

শুক্র গ্রহে সোভিয়েত ইউনিয়ন পাঠিয়েছিল একটি মহাকাশযান। উৎক্ষেপণের পঞ্চাশ বছর পর সোভিয়েতের পাঠানো সেই পরীক্ষামূলক মহাকাশ যান আবার পৃথিবীতে ফিরে আসছে! ওই পরীক্ষামূলক মহাকাশ যানটির নামকরণ করা হয়েছিল কসমস ৪৮২। মহাকাশযানটির ওজন ছিল ১১৮০ কেজি। শুক্রের ঘন বায়ুমণ্ডল ভেদ করে গ্রহপৃষ্ঠে অবতরণের জন্যই মহাকাশযানের ডিজাইন করেছিলেন সোভিয়েত ইঞ্জিনিয়াররা। কিন্তু জ্যোর্তিবিজ্ঞানীদের পর্যবেক্ষণ বলছে, পৃথিবীর পাশে একটি উচ্চ উপবৃত্তাকার কক্ষপথে চলে গিয়েছিল কসমস ৪৮২। প্রদক্ষিণ করতে করতে সেখানেই আটকে গিয়েছিল সে। পৃথিবীর মাধ্যাকর্ষণ থেকে সে আর বেরতে পারেনি। শেষপর্যন্ত শুক্রে আর তার অবতরণ করা হয়নি। মিশনের ব্যর্থতায় দায়ী করা হয়েছিল ভুলভাবে সেট করা টাইমারকে।
সেই মহাকাশযান ফিরছে আবার পৃথিবীতে! ৫০ বছর পরেও সে অক্ষত! জ্যোর্তিবিজ্ঞানীরা জানিয়েছেন আগামী তিন থেকে চার বছরের মধ্যে মহাকাশযানটি আবার পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে পারে। তবে জ্যোরতিবিজ্ঞানীরা এ-ও জানিয়েছেন ১৯৭২-এ উৎক্ষেপিত মহাকাশযানটি গত ৫০ বছরে ৭৭০০ কিলোমিটারেরও নীচে নেমে এসেছে এবং পৃথিবীতে প্রবেশ করার সময়ও এই মহাকাশযান অক্ষত থাকবে। তবে শেষপর্যন্ত মহাকাশযানের ক্র্যাশ ল্যান্ডিং করারই সম্ভাবনা রয়েছে।