৬০ হাজার মাইল উড়ে কীর্তি কোকিলের!

৬০ হাজার মাইল উড়ে কীর্তি কোকিলের!

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ১ মে, ২০২২

কোকিলের নাম পি জে। তার বাসস্থান ইংল্যান্ডের সাফোকের কিংস ফরেস্টে। গতবছরই সে বিখ্যাত হয়ে গিয়েছিল। পৃথিবীর প্রথম স্যাটেলাইট-ট্যাগ কোকিল হয়ে। শরীরে যন্ত্র লাগানো ছিল। সে কোথায় যাচ্ছে কী করছে, সব স্যাটেলাইটে দেখত ব্রিটিশ ট্রাস্ট ফর অরিনথোলজি (বিটিও) নামের পক্ষী গবেষণা সংস্থাটি। এই মাইগ্রেটরি কোকিল গতবছরই ৫০ হাজার মাইল উড়ে পশ্চিম আফ্রিকা গিয়ে আবার ফিরে এসেছিল। তারপর থেকেই তার ওপর নজর রাখতে শুরু করে বিটিও। এবছর পি জে নতুন এক কীর্তি করেছে। তার কিংস ফরেস্ট থেকে রওনা হয়ে ৬০ হাজার মাইল উড়ে আবার ফিরে এসেছে নিজের বাসস্থানে। ২০০৯ থেকে বিটিও মাইগ্রেটরি কোকিলদের নিয়ে গবেষণা করছে। তাদের পর্যবেক্ষণ, গত ২০ বছরে এই কোকিলের সংখ্যা
অন্তত দুই-তৃতীয়াংশ কমে গিয়েছে। বিটিও-র তরফে জানানো হয়েছে, পরের বছরও পি জে যদি বেঁচে থাকে এবং একইভাবে বিশ্ব পরিক্রমায় বেরোয় তাহলে সে হবে ইংল্যান্ডের সবচেয়ে পুরনো কোকিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 7 =