অভিনব পরিবেশবান্ধব ব্যাটারি

অভিনব পরিবেশবান্ধব ব্যাটারি

বিজ্ঞানভাষ সংবাদদাতা
Posted on ২৭ ডিসেম্বর, ২০২১

দেখতে একটা ছোট্ট ‘সোপ পেপারের’ মত। কিন্তু ছোট্ট এই কাগজের টুকরোই শক্তির উৎস। অভিনব এই ব্যাটারি তৈরি করেছেন সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইনস্টিটিউটের প্রযুক্তিবিদরা। শুধু টেকসই নয় এই হালকা ব্যাটারি, সম্পূর্ণ পরিবেশবান্ধবও বলে দাবি প্রযুক্তিবিদের। সেলুলোজ কাগজের দু’প্রান্তে জিঙ্কের তৈরি ইলেকট্রোডের ব্যবহারেই তৈরি হয়েছে অভিনব এই ব্যাটারি। বিজ্ঞানীরা জানিয়েছেন শক্তির উৎস হাইড্রোজল। অ্যাডভান্স সায়েন্স জার্নালে প্রকাশিত হয়েছে এই গবেষণা ও ব্যাটারি আবিষ্কারের কথা। আকর্ষণীয় দিক হল, ব্যাটারি তৈরি করা হয়েছে স্ক্রিন-প্রিন্টের মাধ্যমে! জেমস বন্ডের থ্রিলারে যেমন দেখা যায় সেরকম! পরীক্ষামূলকভাবে কাগজের এই ব্যাটারি ব্যাবহার করা হয়েছিল। দেখা গিয়েছে ছোট একটি ইলেকট্রিক ফ্যানকে এই ব্যাটারি প্রায় ৪৫ মিনিট চালিয়েছে। কাগজের টুকরোটিকে ভাঁজ করে ছোট করলেও সেখান থেকে বিদ্যুৎ প্রবাহে কোনও ব্যাঘাত ঘটেনি।
গবেষকদের আরও দাবি, ব্যাটারির মূল উপাদান জৈব হওয়ার জন্য ব্যবহারের পর সেটা অনায়াসে মাটিতে পুঁতে ফেলা যাবে। অ্যাসিড ও বিভিন্ন ধাতব আয়নের তৈরি ব্যাটারির মত এই ব্যাটারি মাটির কোনও দূষণ ঘটাবে না। গবেষকদের দাবি, এই ব্যাটারির দাম কম হবে আর আয়তনে ছোট হওয়ায় এটা আগামীদিনে স্মার্ট ফোন, ক্যালকুলেটর, বায়ো-মেডিক্যাল সেন্সারের মত একাধিক ইলেকট্রনিক গ্যাজেটে ব্যবহার করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − four =